প্রান্তজন রিপোর্ট: নাটোরের
বাগাতিপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের
মাঝে বিনামূল্যে
বীজ ও
রাসায়নিক সার
বিতরণ করা
হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা
কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর বৃহস্পতিবার
সকালে উপজেলা
চত্ত্বরে ২৪০
জন কৃষকের
মাঝে এসব
সার ও
বীজ বিতরণ
করা হয়।
প্রত্যেক কৃষককে
বারি গম-২৬ জাতের
২০ কেজি
করে বীজ,
২০ কেজি
ডিএপি এবং
১০ কেজি
করে এমওপি
রাসায়নিক সার
দেওয়া হয়।
চলতি বছর
উপজেলায় মোট
৫৮০ জন
কৃষকের মধ্যে
মুগ, সরিষা,
গম ও
তিল বীজ
পর্যায়ক্রমে বিতরন করা হবে। এ
উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
কৃষি কর্মকর্তা
বাবলু কুমার
সুত্রধর, অতিরিক্ত
কৃষি অফিসার
মোমরেজ আলী
প্রমুখ।

Post a Comment