স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলার
মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক
শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধানদের সাথে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার
মাসিক সমন্বয়সভা
অনুষ্ঠিত হয়েছে।
বুধবার লালপুর
উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা
এসএম আসাদুজ্জামানের
সভাপতিত্বে লালপুর থানা বালিকা উচ্চ
বিদ্যালয়ের হল রুমে এ সভা
অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য
রাখেন উপজেলা
একাডেমিক সুপারভাইজার
আতিকুর রহমান,উপজেলা শিক্ষক
সমিতির সভাপতি
ও গৌরীপুর
স্কুল এন্ড
কলেজের অধ্যক্ষ
হযরত আলী,সাধারণ সম্পাদক
ও রঘুনাথপুর
উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
শহিদুল ইসলাম,
নর্থ বেঙ্গল
সুগার মিলস
উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
গাউছুল আজম,থানা বালিকা
উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
শরিফা বেগম,
কেশবপুর উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম
লিটন প্রমূখ।
এ সময়
উপজেলার সকল
মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক
শিক্ষা প্রতিষ্ঠানের
প্রধান ও
তাদের প্রতিনিধিগণ
উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষা
প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেয়ার
উপর বিশেষ
জোর দেয়া
হয় এবং
আরো কয়েকটি
বিষয়ে সিদ্ধান্ত
গ্রহন করা
হয়।
Post a Comment