প্রান্তজন রিপোর্ট: শিশু
অধিকার পরিস্থিতি
নিয়ে নাটোরে
সংবাদ সম্মেলন
করে শিশু
সংগঠন ন্যাশনাল চিলড্রেন
ট্রাস্কফোর্স (এনসিটিএফ)। বুধবার দুপুরে
শহরের কান্দিভিটাস্থ
শিশু একাডেমী
ভবনে সংগঠনের
কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা
হয়। সংগঠনের
সভাপতি ওয়ালিদ
হাসান লিখিত
বক্তব্য পাঠ
করেন। এসময়
জেলা শিমু
বিষয়ক কর্মকর্তা
আবুল কালাম
আজাদ,সংগঠনের
উপদেষ্টা মোস্তাফিজুর
রহমান সৈকত
উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাটোর
সদর হাসপাতালে
শিশুদের জন্য
আলাদা টিকিট
কাউন্টারসহ পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা রাখা,শিশু শ্রম
বন্ধ, শিমুদের
নিয়ে কোচিং
বানিজ্য বন্ধসহ
শিশু পার্ক ও স্কুলগামী শিশুদের
জন্য রাস্তায়
ওভার ব্রীজ
নির্মানের দাবী জানানো হয়।

Post a Comment