Halloween Costume ideas 2015

নদী রক্ষার দাবীতে গুরুদাসপুর থেকে নদীপথে নৌ-লংমার্চ



প্রান্তজন রিপোর্ট: চলনবিলের উৎসমুখ রাজশাহীর পদ্মানদীর চারঘাট পয়েন্টে নন্দকুঁজা-বড়াল নদীর উৎসমুখে নির্মিত জলকপাট ( স্লুইস গেইট) অপসারণসহ চারদফা দাবীতে নৌ-লংমার্চ করেছে গুরুদাসপুর উপজেলা নদীরক্ষা কমিটি। বুধবার সকাল ১০টার দিকে চাঁচকৈড় বাজার এলাকার নন্দকুজা নদীর ত্রিমোহনী থেকে প্রায় অর্ধশত নৌকা নিয়ে চারঘাট অভিমুখে যাত্রা শুরু করে। পৌর মেয়র শাহনেওয়াজ আলী ওই নৌ-লংমার্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময়  আয়োজক সংগঠন নদীরক্ষা কমিটির সভাপতি আতহার হোসেন, প্রধান উদ্যোক্তা এমদাদুল হক মোল্লা, চলনবিল রক্ষা কমিটির সাধারন সম্পাদক মজিবুর রহমান মজনু, উপজেলা চালকল মালিক সমিতির সাধারন সম্পাদক সামছুল হক শেখ, উপাধ্যক্ষ আব্দুস সালাম , সাংবাদিক এমএম আলী আক্কাছসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ কর্মসুচিতে অংশ গ্রহন করেন। পরে নদীরক্ষা কমিটির পক্ষ থেকে চার দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী, জাতীয় নদী কমিশন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়

নৌ লংমার্চটি দির্ঘ প্রায় ৩০ কিলোমিটার নদীপথ অতিক্রম করার পর নাটোরের  বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকায় নির্মিত একটি স্লুইসগেইটের (জলকপাট) কারনে বাধাপ্রাপ্ত হলে তারা সেখানেই অবস্থান নিয়ে সমাবেশ করে বড়াইগ্রামের জোয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় লোকজন  নদীরক্ষা কমিটির সাথে একাত্মতা ঘোষণা করেন। সমাবেশে বক্তারা  চারঘাট জলকপাটসহ  নন্দকুঁজা,আত্রাই গুমাণী বড়াল নদীতে নির্মিত সকল ক্রসবাঁধ রেগুলেটর অপসারণ, ভরাট হয়ে যাওয়া এসব নদী সিএস রেকর্ডের ভিত্তিতে জরীপ করে অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবী জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুমিয়ারি দেন তারা।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget