Halloween Costume ideas 2015

সাড়ে তিনশ’ বছরের প্রাচীনতম গাড়িখানা জামে মসজিদ


নবীউর রহমান পিপলু: নাটোর শহরের প্রচীনতম মসজিদ গাড়িখানা জামে মসজিদ। প্রবীনদের মতে তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রায় সাড়ে তিনশবছর আগে মোগল আমলে নির্মিত হয়েছে। তিন গম্বুজের ঐতিহাসিক এই মসজিদটির নির্মান সময় নিয়ে রয়েছে দ্বিমত। তবে মসজিদের টানানো সাইন বোর্ডে নির্মান কাল উল্লেখ রয়েছে ১৬৮৭ খ্রিষ্টাব্দে এবং পুনঃ সংস্কার করা হয় ২০০২ সালে।
প্রবীন ব্যাক্তিরা জানায়, সতের শতকে রাজা জমিদারের বাসভুমি খ্যাত নাটোর শহরের গাড়িখানা এলাকায় নির্মান করা হয় এই মসজিদটি। তিন গম্বজ বিশিষ্ট অপুর্ব নিমার্ন       শৈলী এখনও অটুট রয়েছে। মসজিদের পাশেই গড়ে তোলা হয়েছে কেন্দ্রিয় গোরস্থান। সেই সময় গাড়িখানা এলাকায় বসবাসরত মরহুম শফিউদ্দিন মুন্সির পরিবারের সদস্যসহ স্থানীয়রাই  মসজিদটির দেখভাল করতেন। জনশ্রুতি আছে, ব্রিটিশ আমলে এই বংশের এক সদস্য দিদার বক্স মসজিদের সামনে দিয়ে  মাইক কিংবা ঢোল সহরৎ বাজানো বন্ধের জন্য মামলা করলে কলিকাতা হাইকোর্ট থেকে মসজিদের দু গজের মধ্যে বাদ্য যন্ত্র বাজানো নিষেধ নির্দেশনা জারি করা হয় শফিউদ্দিন মুন্সির বংশধর মরহুম মোবিদুল হকের ছেলে মাহমুদুল হক মাসুম মরহুম আমিরুল হকের ছেলে আতিকুল ইসলাম রিটন জানান, তাদের পুর্ব পুরুষ মরহুম দিদার বক্স ছিলে গোরা প্রকৃতির মানুষ। ঘড়ি বন্দুকের ব্যবসা করতেন। গাড়িখানায় তার বাস ভবনেই বন্দুকের দোকান ছিল। দিদার বক্সের করা ওই অভিযোগের প্রেেিত কলকাতা হাইকোর্টের নির্দেশ এখন সারা দেশে কার্যকর রয়েছে।
মসজিদের ইমাম মওলানা মজিবর রহমান জানান, প্রবীনদের মুখে শুনেছেন মসজিদটি মোগল আমলের। তবে ইতিহাস সংরক্ষিত নেই। প্রাচীন এই মসজিদে শহর শহরতলি ছাড়া দুরদুরান্ত থেকে মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করেন। শুক্রবার জুম্মায় দুরদুরান্ত থেকে মুসল্লিরা এই মসজিদে নামাজ আদায় করতে আসেন।  মসজিদ সংলগ্ন গড়ে তোলা হয়েছে কেন্দ্রিয় গোরস্থান। নাটোর পৌরসভা গোরস্থানের কাজ কর্ম নিয়ন্ত্রন করা হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, প্রবীনদের মুখে শোনা গল্পই মসজিদের ইতিহাস। এই মসজিদের ইতিহাস সংরক্ষিত নেই। বিভিন্ন জনের মুখে থেকে বিভিন্নভাবে উপস্থাপিত হয়েছে ইতিহাস এনিয়ে অনেকেই দ্বিমত পোষন করেন। তবে মোগল আমলে নির্মিত প্রাচীনতম এই মসজিদের ঐতিহ্য ধরে রাখতে মসজিদের সম্মুখের কাঠামো ঠিক রেখে নির্মান করা হয়েছে দোতালা বর্তমানে সংস্কার কাজ করা হচ্ছে। আগামীতে মসজিদটি আরও বড় আকারে তৈরী করা হবে। সম্মুখের কাঠামো ঠিক রেখেই করা হবে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget