স্টাফ রিপোর্টার: রবিবার
নাটোরের লালপুর
উপজেলায় বিশ্ব
খাদ্য দিবস
ও জাতীয়
ইঁদুর দমন
অভিযান উপলক্ষে
র্যালি
ও আলোচনাসভা
অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি
সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত র্যালিটি
উপজেলা পরিষদ
হতে বের
হয়ে বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ
করে উপজেলা
চত্বরে এসে
আলোচনাসভা করে। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী
অফিসার ও
সহকারী কমিসনার
(ভূমি) শফিকুর
আলম এর
সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য
এ্যাড. আবুল
কালাম আজাদ।
এ সময়
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু,
উপজেলা কৃষি
কর্মকর্তা হাবিবুল ইসলাম খান, মৎস্য
কর্মকর্তা ইমরান হোসেন, বিআরডিবি কর্মকর্তা
হাবিবুর রহমান,
প্রাণী সম্পদ
কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের
সাংগাঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন,
সদস্য ফিরোজ
আল হক
ভুইয়া, আব্দুস
সাত্তার হিরু
গোপালপুর পৌর
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরসাদ হোসেন
সাদির প্রমুখ।

Post a Comment