প্রান্তজন রিপোর্ট: নাটোর
শহরের ব্যস্ততম
শংকর গোবিন্দ
চৌধুরী রোড
ব্যবহার করে
নাটোরবাসীকে সদর হাসপাতাল ও নাটোর পৌরসভায়
যাতায়াত করতে
হয়। এখানে
রয়েছে পুলিশ
ফাঁড়ি সহ
সবচেয়ে বড়
কাঁচা বাজার।
শংকর গোবিন্দ
চৌধুরী রোডের
(নীচাবাজার মোড় প্রান্ত) ড্রেন কেটে
কয়েক দিন
ফেলে রাখায়
নাটোর আধুনিক
সদর হাসপাতাল
ও নাটোর
পৌরসভায় যাতায়াতকারী,
স্থানীয় ব্যবসায়ী,
ক্রেতা ও
এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে। নাটোর
আধুনিক সদর
হাসপাতাল ও
নাটোর পৌরসভায়
যাতায়াতকারী রোগী, স্থানীয় বাসিন্দা ও
ব্যবসায়ীদেরকে এই চরম দূর্ভোগ থেকে
মুক্ত করতে
গতকাল প্রচ-
রোদের মধ্যে
ভরদুপুরে নিজে
বসে থেকে
ড্রেন নির্মাণ
কাজ করাচ্ছিলেন
নাটোর পৌরসভার
মেয়র উমা
চৌধুরী জলি।
২৬ শে
অক্টোবর বুধবার
দুপুরে তোলা
ছবি।

Post a Comment