প্রান্তজন রিপোর্ট: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য
এ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, দেশে
এখন খাদ্যের
কোন অভাব
নেই। বর্তমান
সরকার শত
প্রতিকুলতার মধ্যেও দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ
করতে সক্ষম
হয়েছে। তিনি
দেশকে আরো
এগিয়ে নিতে
সকলকে একসাথে
কাজ করার
আহ্বান জানান।
তিনি বলেন,
বর্তমানে দেশে
এখনও ভোজ্য
তেল আমদানীর
প্রয়োজন হচ্ছে।
তেল জাতীয়
ফসলের আবাদের
মাধ্যমে ভোজ্য
তেলের ঘাটতিও
মেটানো সম্ভব।
মঙ্গলবার সকালে
নাটোরের বাগাতিপাড়ায়
ক্ষুদ্র ও
প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ
ও রাসায়নিক
সার বিতরন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এসব কথা
বলেন।
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলা
কৃষি সম্প্রসারণ
অধিদপ্তর মঙ্গলবার
সকালে ইউএনও
চত্ত্বরে ৫০
জন কৃষকের
মাঝে এসব
সার ও
বীজ বিতরন
করা হয়।
প্রত্যেক কৃষককে
বারি সরিষা-১৪ জাতের
এক কেজি
করে বীজ,
২০ কেজি
ডিএপি এবং
১০ কেজি
করে এমওপি
রাসায়নিক সার
দেওয়া হয়।
চলতি বছর
উপজেলায় মোট
৫৮০ জন
কৃষকের মধ্যে
মুগ, সরিষা,
গম ও
তিল বীজ
বিতরনের লক্ষ্যমাত্রা
নির্ধারন করা
হয়েছে। অনুষ্ঠানে
উপজেলা নির্বাহী
কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে
উপস্থিত ছিলেন
জেলা কৃষি
সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড.
আলহাজ উদ্দিন
আহমেদ, জেলা
প্রশিক্ষণ কর্মকর্তা মুঞ্জুরুল হুদা, উপজেলা
আ’লীগ
সভাপতি আবুল
হোসেন, সাধারন
সম্পাদক সেকেন্দার
রহমান, সহসভাপতি
আঃ হামিদ
মিয়া, যুগ্ম
সম্পাদক সুকুমার
মুখার্জী, কৃষি কর্মকর্তা বাবলু কুমার
সুত্রধর, মুক্তিযোদ্ধা
কমান্ডার রশীদুন্নবী
বেফিন প্রমুখ।

Post a Comment