প্রান্তজন রিপোর্ট: নাটোরের
৭টি উপজেলায়
অভিযান চালিয়ে
সাজাপ্রাপ্ত তিনজন আসামী ও ১১ জন মাদক
ব্যবসায়ীসহ ৫৯ জনকে আটক করেছে
পুলিশ। সোমবার
দিবাগত রাতে
ও মঙ্গলবার
ভোর রাতে
বিভিন্ন স্থান
থেকে তাদের
আটক করা
হয়।
আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্তরা
হলেন, লালপুরের
দক্ষিন লালপুর
গ্রামের ১
বছর করে
দুই মামলায়
সাজাপ্রাপ্ত আসামী ইয়াদ আলী মালিথার
ছেলে শফিকুল
ইসলাম(৪০),
নাটোর সদর
থানায়
মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত
আসামী শহরের
চৌধুরী বড়গাছা
মহল্লার নওশেদ
সরকার পলাশ(৩০), সদর
উপজেলার মদনহাট
গ্রামের ৬
মাসের সাজাপ্রাপ্ত
আসামী ওয়াশিম
হোসেন(৩২)।
অপরদিকে মাদক আটককৃত ব্যবসায়ীরা
হলেন, বড়াইগ্রামের
আদগ্রাম গ্রামের
আবু ইউসুফ(৩৯), দিয়ারপাড়ার
সঞ্জীব চন্দ্র
দাস (৩৮),
মৌখাড়া গ্রামের
নিরঞ্জন (৩৭),
ভরতপুর গ্রামের
রুবেল(১৮),
বুরনী গ্রামের
কুদরত আলী
(৪০), বাগাতিপাড়া
উপজেলার জামনগর
গ্রামের গোলক
কুমার (৩২),
নলডাঙ্গা উপজেলার
গ্রামের ঠাকুর
লক্ষ্মিকোল গ্রামের আব্দুর রশিদ(৩৪),
গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর কাচারী পাড়ার
মুক্তার হোসেন(২৮), মধ্যপাড়ার
শফিকুল ইসলাম(৪০), নাটোর
শহরের দক্ষিণ
বড়গাছা মহল্লার
মাসুদ(৩২)
ও বড়গাছা
মহল্লার জয়নাল
আবেদীন (২৫)। অন্যরা
বিভিন্ন মামলার
আসামী বলে
জানা গেছে।
নাটোরের পুলিশ সুপার
বিপ্লব বিজয়
তালুকদার ঘটনার
সত্যতা স্বীকার
করে জানান,
প্রতি রাতেই
পুলিশের নৈমত্তিক
অভিযান পরিচালনা
করা হয়।
অভিযানকালে গত রাতে বাগাতিপাড়ায় ১৮
পুড়িয়া হেরোইন,
৪ পিস
ইয়াবা ট্যাবলেট,
বড়াইগ্রামে ৫ লিটার চোলাইমদ, ৮পিস
ইয়াবা ট্যাবলেট
ও
৬০ গ্রাম গাঁজা, গুরুদাসপুরে ১০০
গ্রাম হোরোইন,
৩১ পুড়িয়া
গাঁজা, নলডাঙ্গায়
৩৫ পুড়িয়া
গাঁজা পাওয়া
যায়। এসব
ঘটনায় ১১
জনকে আটক
করা হয়।
তিনি বলেন,
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা
রুজু করে
জেল হাজতে
পাঠানো হয়েছে।

Post a Comment