স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রামের জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে
দড়ি দিয়ে
গলায় ফাঁস
লাগিয়ে আকাশ
কস্তা (২২)
নামে এক
যুবক আতœহত্যা করেছে।
মঙ্গলবার ভোরে
তার লাশ
উদ্ধার করা
হয়। নিহত
আকাশ চামটা
গ্রামের শ্যামল
কস্তার ছেলে।
আর্থিক দৈন্যতার
কারণে সে
আতœহত্যা
করেছে বলে
পুলিশ ও
তার পরিবার
সুত্রে জানা
যায়। নিহতের
পরিবার সুত্রে
জানা যায়,
সোমবার রাতে
সে নিজের
ঘরে ঘুমাতে
যায়। রাতের
যে কোন
সময় ঘরের
ডাবের সাথে
দড়ি দিয়ে
গলায় ফাঁস
লাগিয়ে সে
আতœহত্যা
করে। পরে
মঙ্গলবার সকালে
ঘুম থেকে
না উঠায়
ডাকাডাকির এক পর্যায়ে জানালার ফাঁক
দিয়ে স্বজনেরা
তার ঝুলন্ত
লাশ দেখতে
পান। পরে
থানায় খবর
দিলে পুলিশ
গিয়ে তার
লাশ উদ্ধার
করে। বড়াইগ্রাম
থানার এসআই
মনির হোসেন
জানান, বেকারত্বের
চাপে সে
আতœহত্যা
করেছে বলে
জানা গেছে।
তার লাশ
উদ্ধার করে
মর্গে পাঠানো
হয়েছে। এ
ঘটনায় থানায়
একটি অপমৃত্যু
মামলা দায়ের
করা হয়েছে।

Post a Comment