প্রান্তজন রিপোর্ট: পল্লী
বিদ্যুতের মিটার রিডিংয়ের সময় প্রাচীর
ধসে পড়ে
আবু বক্কর
সিদ্দিক (৩৯)
নামের এক
মিটার রিডারের
মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিদ্দিক
নাটোরের সিংড়া
উপজেলার কয়ড়াবাড়ী
গ্রামের কৃষক
আবুল কাশেম
এর ছেলে।
মঙ্গলবার সকাল
১০টায় জানাযা
শেষে দমদমা
কবরস্থানে তার দাফন সম্পন্ন করা
হয়।
পুলিশ ও পল্লী
বিদ্যুৎ সমিতি
সূত্রে জানা
যায়, নিহত
আবু বক্কর
সিদ্দিক বগুড়া
পল্লী বিদ্যুৎ
সমিতি-১
এর একজন
মিটার রিডার।
সোমবার বিকেলে
বগুড়া জেলার
রাজাপুর ইউনিয়নের
কুটোরবাড়ী গ্রামে মিটার রিডিংয়ে যান।
ওই গ্রামের
জনৈক জিলাল
হোসেনের বাড়ির
মিটার রিডিংয়ের
সময় গেটের
প্রাচীর ধসে
পড়লে আবু
বক্কর সিদ্দিক
আহত হন।
স্থানীয়রা তাকে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল
কলেজ হাসপাতালের
নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১
এর সিনিয়র
জেনারেল ম্যানেজার
প্রকৌশলী শামস
উদ্দিন এই
দুর্ঘটনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির
পক্ষে নিহতের
আত্মার মাগফেরাত
কামনা ও
তার শোক
সন্তপ্ত পরিবারের
প্রতি গভীর
সমবেদনা জ্ঞাপন
করেছেন। এদিকে
সোমবার রাত
১০টায় আবু
বক্কর সিদ্দিকের
মৃতদেহ সিংড়া
পৌর শহরের
চাঁদপুর মহল্লায়
আনা হলে
এলাকায় শোকের
ছায়া নেমে
আসে। এসময়
সিংড়া পৌরসভার
প্যালেন মেয়র
শফিকুল ইসলামসহ
স্থানীয় কাউন্সিলর
ও বিভিন্ন
গন্যমান্য ব্যক্তিবর্গ নিহতের পরিবারের প্রতি
গভীর সমবেদনা
জ্ঞাপন করেন।
মঙ্গলবার সকালে
জানাজা নামাজ
শেষে তাকে
দাফন করা
হয়।

Post a Comment