প্রান্তজন রিপোর্ট: মিথ্যা
প্রেমের ফাঁদে
ফেলে নাটোরের
গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের কামাল
হোসেনের স্ত্রী
সালমা বেগম
(২৬) শিশু
সন্তান সামিউল
আলম (৫)
কে নিয়ে
প্রেমিকের সাথে অজানার উদ্দেশ্যে পারি
দিলে ২২
দিনেও খোঁজ
মেলেনি তাদের।
এ ঘটনায়
কামাল হোসেন
বাদী হয়ে
গত ১৭
আগষ্ট নাটোর
সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট আদালত-২ তে প্রেমিক
ইমামুল ও
সালামার বিরুদ্ধে
মামলা দায়ের
করেন।
মামলার নথি সুত্রে
জানা যায়,
উপজেলার সিধুলী
গ্রামের একের
আলীর ছেলে
কামাল হোসেনের
সাথে প্রায়
১৩ বছর
পূর্বে নাটোর
দত্তপাড়ার আব্দুল মালেকের মেয়ে সালমার
বিয়ে হয়।
এরপর তাদের
ঘরে সাব্বির
হোসেন (১১)
ও সামিউল
ইসলাম (৫)
নামে দুটি
পুত্র সন্তানের
জম্ম হয়।
স্বামী কামালের
অনুপস্থিতিতে স্ত্রী সালমা শিধুলী গ্রামের
আব্দুল মমিনের
ছেলে ইমামুলের
সাথে পরকীয়া
প্রেমে জড়িয়ে
পড়ে। এক
পর্যায়ে স্ত্রী
সালমা গত
বুধবার ১০
আগষ্ট ১
লাখ টাকা
ও দেড়
ভড়ি সোনাসহ
প্রেমিক ইমামুলের
চাচাতো ভাই
আসাদুলের সহযোগিতায়
বাড়ি থেকে
পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষিপ্ত
হয়ে স্বামী
কামালকে মামলা
উঠিয়ে নেয়ার
জন্য আসামী
এমামুল মোবাইলে
বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
কামাল জীবনের
নিরাপত্তা চেয়ে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার
গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডাইরী
করেন।
বাদী কামাল হোসেন
জানান- সালমার
দূরসম্পর্কের আত্মীয় ঢাকার গাজীপুর কাপাসিয়ার
ইসমাইল ও
বেদনার কাছে
রেখে এমামুল
নিজ গ্রামে
চলে আসে।
আসামী এমামুল
সালমাকে বিদেশে
প্রাচারের জন্য চেষ্টা করছে বলে
জানান তিনি।

Post a Comment