সিংড়া প্রতিনিধি: নাটোরের
সিংড়ায় হাতিয়ান্দহ
ইউনিয়নের সাঐল
নতুনপাড়া গ্রামে
গৃহবধু শেফালী
(৩০) কে
পুড়িয়ে মারার
চেষ্টার অভিযোগ
পাওয়া গেছে।
মঙ্গলবার গভীর
রাতে এ
ঘটনা ঘটে।
শেফালীর পরিবার জানান,
দীর্ঘদিন থেকে
প্রতিবেশি আঃ রাজ্জাকের সাথে জমি
নিয়ে বিরোধ
চলছিল। এর
আগে এ
নিয়ে কয়েকবার
শালিশ হয়।
শালিশে এলাকার
দানশীল ব্যাক্তি
মামুদ আলীর
পক্ষে রায়
দেয়া হলেও
প্রতিবেশি রাজ্জাক মেনে নিতে পারেনি।
এ নিয়ে
দ্বন্দ চলে
আসছিল। এলাকাবাসি
আরো জানায়,
মামুদ আলী
দরিদ্র হলেও
দানশীল। সে
এলাকায় মসজিদের
জন্য জমি
দান করেছে।
তার তিন
মেয়ে। ছেলেরা
না থাকায়
প্রভাবশালীরা তার জমিজমা ভোগদখল করতে
মরিয়া। গত
রোববার প্রতিবেশি
রাজ্জাক থানায়
একটি অভিযোগ
দেয়। তারপর
থেকে বাড়ির
পুরুষরা বাড়িতে
ছিলনা। এ
সুযোগে রাতে
আগুন লাগায়।
আগুনের আচ
টের পেয়ে
প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন
করে।
শেফালী জানান, আমি
তিন সন্তান
নিয়ে শয়ন
ঘরে শুয়ে
ছিলাম। আগুনের
তাপে চিৎকার
দিলে বাড়ির
লোকজনসহ প্রতিবেশিরা
এসে আগুন
নেভায় ।
এ ব্যাপারে
মামলার দায়েরের
প্রস্তৃতি চলছে।

Post a Comment