স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রামে রাজশাহীগামী ন্যাশানাল ট্রাভেলসের যাত্রীবাহী
নৈশকোচে সশস্ত্র
ডাকাতি সংঘটিত
হয়েছে। অস্ত্রের
মুখে ডাকাতরা
নগদ অর্থ
ও যাত্রীদের
মোবাইল ফোনসহ
মালামাল লুটে
নিয়ে গেছে।
এ সময়
ডাকাতদের ছুরিকাঘাতে
হেলাল উদ্দিন
নামে এক
যাত্রী আহত
হয়েছে। বৃহস্পতিবার
ভোর ৪
টার দিকে
বনপাড়া-হাটিকুমরুল
মহাসড়কে এই
ডাকাতির ঘটনা
ঘটে।
আহত হেলাল উদ্দিনের বাড়ি নাটোর
শহরের বেলঘড়িয়া
এলাকায়।
বড়াইগ্রাম সার্কেলের সহকারী
পুলিশ সুপার
শফিকুল ইসলাম
ও নাটোর
ন্যশানাল ট্রাভেলসের
কাউন্টার মাষ্টার
ইউনুস আলী
ডাকাতির ঘটনা
নিশ্চিত করে
জানান, ঢাকা
থেকে যাত্রীবেশে
৫/৬
জনের সশস্ত্র
ডাকাতদল গাড়ীতে
ওঠে। নাটোরের
গুরুদাসপুর উপজেলার কাছিকাটার বনপাড়া-হাটিকুমরুল
হাইওয়ের টোলপ্লাজা
পাড় হয়ে
ডাকাতদল অস্ত্রের
মুখে চালকের
কাছ থেকে
গাড়ির নিয়ন্ত্রণ
নিয়ে নেয়।
পরে তারা যাত্রীদের
কাছ থেকে
নগদ ৭০
থেকে ৭৫
হাজার টাকা
ও তাদের
ব্যবহৃত মোবাইল
ফোন সেটসহ
দুই লাখ
টাকার মালামাল
লুটে নিয়ে
বড়াইগ্রামের রাথুড়িয়া এলাকায় নেমে যায়।
এসময় বাধা
দিতে গিয়ে
ডাকাতদের ছুড়িকাঘাতে
নাটোরের হেলাল
উদ্দিন নামে
এক যাত্রী
আহত হয়।
খবর পেয়ে বড়াইগ্রাম
সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল
ইসলামসহ বড়াইগ্রাম
থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন
করেন।

Post a Comment