স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রাম থেকে বুধবার সন্ধ্যায় ৩৪
পুরিয়া হেরোইন
ও ২০
পিচ ইয়াবাসহ
আবু বকর
সিদ্দিক (৪২)
নামে একজনকে
আটক করেছে
ডিবি পুলিশ।
আটক সিদ্দিক
বড়াইগ্রাম মহল্লার আব্দুল বাতেনের ছেলে।
ডিবি পুলিশের এস
আই সালমা
জানান, সিদ্দিক
দীর্ঘ দিন
যাবৎ নিজেকে
ডিবির সোর্স
পরিচয় দিয়ে
হেরোইন ও
ইয়াবাসহ বিভিন্ন
মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপন
সংবাদের ভিত্তিতে
বুধবার সন্ধ্যায়
অভিযান চালিয়ে
বড়াইগ্রাম কালিবাড়ি এলাকা থেকে হেরোইন
ও ইয়াবাসহ
তাকে আটক
করা হয়েছে।

Post a Comment