প্রান্তজন রিপোর্ট: অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদানসহ নানা অভিযোগে নাটোরের একতা ক্লিনিকের মালিক জেলা বিএমএ সভাপতি ডাঃ জাকির হোসেনকে দুই লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমান। শনিবার দুপুরে শহরের বড় হরিশপুর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানাা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।
র্যাব-৫ এর নাটোরের কোম্পানী কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শনিবার দুপুরে একতা ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, চাহিদামত চিকিৎসক না থাকা, অস্ত্রোপচারে একটি সুঁচ একাধিকবার ব্যবহার ও অনুমোদনের বাইরে অতিরিক্ত সিট ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ক্লিনিক মালিক ডাঃ জাকির হোসেনকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ডের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ।

Post a Comment