স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রামে কেক কাটা ও আলোচনা
সভার মধ্য
দিয়ে বিএনপির
৩৮ তম
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা
হয়েছে। বৃহস্পতিবার
সকাল সাড়ে
১০টার দিকে
বনপাড়া বাজারের
দলীয় কার্যালয়ে
কেক কাটা
ও আলোচনাসভার
আয়োজন করা
হয়। সভায়
উপজেলা বিএনপির
সভাপতি এ্যাড.
আব্দুল কাদের
মিয়ার সভাপতিত্বে
বক্তব্য রাখেন
সাধারণ সম্পাদক
হজরত আলী,
সাংগঠণিক সম্পাদক
অধ্যাপক আব্দুল
আলিম, উপজেলা
যুবদল সভাপতি
সরদার রফিক
ও সাধারণ
সম্পাদক অধ্যক্ষ
আশরাফ আলী,
বিএনপি নেতা
সরদার সুলতান
আহমেদ, নুরুল
ইসলাম, আব্দুস
সালাম, ছাত্রদল
সভাপতি কোরবান
আলী
প্রমুখ। এর আগে অতিথিরা কেক
কেটে অনুষ্ঠানের
উদ্বোধন করেন।

Post a Comment