প্রান্তজন রিপোর্ট: নাটোরে
দুঃস্থ মহিলা
উন্নয়ন কর্মসূচির
আওতায়(ভিজিডি)
জেলা পর্যায়ে
২০১৭-১৮
চক্রের উপকারভোগী
নির্বাচন সংক্রান্ত
পরিপত্রের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
হয়েছে। বৃহস্পতিবার
দুপুরে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন
ও জেলা
মহিলা বিষয়ক
কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অবহিতকরণ
সভার আয়োজন
করা হয়।
জেলা প্রশাসক
খলিলুর রহমানের
সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তব্য
রাখেন অতিরিক্ত
জেলা প্রশাসক
কাজী আতিউর
রহমান (সার্বিক),
স্থানীয় সরকার
উপ-পরিচালক
(ডিডিএলজি) মোঃ এনামুল হক, জেলা
মহিলা বিষয়ক
কর্মকর্তা শবনম শিরিন, সদর
উপজেলা নির্বাহী
অফিসার (ইউএনও)
মোহাম্মদ নায়িরুজ্জামান,
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)
রহুল আমিন,
নলডাঙ্গা উপজেলা
নির্বাহী অফিসার
(ইউএনও) শারমিন
আক্তার জাহান,
তেবাড়িয়া ইউপি
চেয়ারম্যান ওমর আলী প্রধান প্রমুখ।

Post a Comment