প্রান্তজন রিপোর্ট: নাটোর
জেলা আওয়ামীলীগের
সাবেক সাধারণ
সম্পাদক, জেলা
আইনজীবি সমিতির
৬ বার
নির্বাচিত সভাপতি, মুক্তিযোদ্ধা মহসিন উল
হক মৃত্যুবরণ
করেছেন। রবিবার
সকালে বার্ধক্যজনিত
কারণে শহরের
উত্তর বড়গাছা
এলাকায় নিজ
বাড়িতে তিনি
শেষ নিঃশ্বাস
ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪
বছর। মহসিন
উল হক
৩ পুত্র
ও ১
কন্যাসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার সকাল ১১টার
দিকে নাটোর
জর্জকোর্ট চত্বরে এবং দ্বিতীয় দফায়
বিকেলে তার
গ্রামের বাড়ি
লালপুরের মোমিনপুরে
জানাজা সম্পন্ন
হয়। জানাজায়
উপস্থিত ছিলেন
জেলা আওয়ামীলীগের
সভাপতি অধ্যাপক
আব্দুল কুদ্দুস,
সহ-সভাপতি
নাটোর জজ
কোর্টের পিপি
এড. সিরাজুল
ইসলাম, লালপুর-বাগাতিপাড়া আসনের
সাংসদ এড.
আবুল কালাম
আজাদসহ জেলা
আওয়ামীলীগ ও নাটোর আইনজীবি সমিতির
নের্তৃবৃন্দ। পরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা
সরকারি কলেজ
মাঠে গার্ড
অব অনার
শেষে শহরের
গাড়িখানা কেন্দ্রীয়
গোরস্থানে মহসিন উল হককে রাষ্ট্রীয়
মর্যাদায় দাফন
করা হয়।
মহসিন উল হক
১৯৪২ সালে
জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে এলএলবি
পাশ করার
পর ১৯৭৩
সালে আইনজীবি
হিসেবে কর্মজীবন
শুরু করেন।
তিনি ১৯৮২
থেকে ১৯৯৬
সাল পর্যন্ত
নাটোর জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব
পালন করেন।

Post a Comment