স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলার
জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক
ও সুধিজনদের
সাথে নবাগত
জেলা প্রশাসকের
মত বিনিময়
সভা অনুষ্ঠিত
হয়েছে। মঙ্গলবার
দুপুরে উপজেলা
সম্মেলন কক্ষে
এ মতবিনিময়
সভা অনুষ্ঠিত
হয়। উপজেলা
নির্বাহী অফিসার
নজরুল ইসলামের
সভাপতিত্বে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত
মত বিনিময়
সভায় প্রধান
অতিথি ছিলেন
নাটোর জেলার
নবাগত জেলা
প্রশাসক শাহিনা
খাতুন। অনুষ্ঠানে
বক্তব্য রাখেন
গোপালপুর পৌরসভার
মেয়র নজরুল
ইসলাম মোলাম,লালপুর থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ,নর্থ
বেঙ্গল সুগার
মিলস লিঃ
এর ব্যবস্থাপনা
পরিচালক এম
এ আব্দুল
আজিজ, আড়বাব
ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা সহকারী
কমিসনার (ভুমি)
শফিকুর আলম,স্বাস্থ্য ও
পরিবার পরিকল্পনা
কর্মকর্তা আজমিরি বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার
আব্দুর রাজ্জাক,
কৃষি কর্মকর্তা
হাবিবুল ইসলাম
খান, বিলমাড়িয়া
ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু। এ
সময় অতিরিক্ত
জেলা প্রশাসক
(রাজস্ব) মনিরুজ্জামান
ভুইয়া,সহকারী
কমিশনার সুস্মিতা
সাহা, উপজেলা
পরিষদের ভাইস
চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানগণ,কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও
সুধিজনরা উপস্থিত
ছিলেন। উল্লেখ্য
নবাগত জেলা
প্রশাসক জেলার
উপজেলা সমুহের
মধ্যে প্রথম
লালপুর উপজেলা
পরিদর্শন করেন।

Post a Comment