গুরুদাসপুর প্রতিনিধি: এইচএসসি
পরিক্ষায় পাশ
না করায়
মোছা. রেহেনা
আক্তার (১৭)
নামের এক
ছাত্রী গলায়
ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে উপজেলার
ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে ওই
ঘটনা ঘটে।
নিহত ছাত্রী
ঝাউপাড়া গ্রামের
মো. উমেদ
আলীর মেয়ে।
স্থানীয় সূত্র জানায়,
রেহেনা গুরুদাসপুর
রোজী মোজাম্মেল
মহিলা কলেজ
থেকে ২০১৬
সালে এইচএসসি
পরিক্ষায় অংশ
নিয়েছিল। সে
ওই কলেজের
মানবিক বিভাগের
ছাত্রী। গত
১৮ আগষ্ট
বৃহস্পতিবার এইচএসসি পরিক্ষার ফল প্রকাশ
হয়। প্রকাশিত
ফলে ওই
ছাত্রী গনিত
বিষয়ে ফেল
করে।
ছাত্রীর পিতা উমেদ
আলী বলেন,
ফেল করার
খবর পাওয়ার
পর থেকে
তার মেয়ে
কিছু খায়নি।
পরিবার থেকেও
তাকে পরিক্ষায়
ফেল করার
ব্যাপারে কোন
চাপ প্রয়োগ
করা হয়নি।
রাগে ক্ষোভে
মেয়েটি শুক্রবার
দুপুরে তার
শয়ন ঘরের
দরজা বন্ধ
করে গলায়
রশি পেঁচিয়ে
আত্মহত্যা করেছে।
ধারাবারিষা ইউনিয়নের চেয়ারম্যান
আব্দুল মতিন
ঘটনার সত্যতা
নিশ্চিত করে
বলেন, পরিক্ষায়
ফেল করে
আত্মহত্যা করা তো কোন সমাধান
নয়।
গুরুদাসপুর থানার তদন্ত
কর্মকর্তা এস আই সুব্রুত কুমার
মাহাতো বলেন,
এব্যাপারে এখনো কোন অভিযোগ পাওয়া
যায়নি।

Post a Comment