গুরুদাসপুর প্রতিনিধি: গুরুদাসপুরে
দশ হাজার
টাকা মূল্যর
অবৈধ সুতিজাল
জব্দ করা
হয়েছে। গত
বুধবার রাতে
উপজেলার হরদোমা
স্লুইস গেটের
কাছে অভিযান
চালিয়ে ওই
সুতিজাল জব্দ
করা হয়।
জব্দকৃত জাল
গতকাল বৃহস্পতিবার
সকালে উপজেলা
সহকারী কমিশনার
(ভূমি) মোবারক
হোসেনের নির্দেশে
পুড়িয়ে ফেলা
হয়।
এর আগে গুরুদাসপুর
পৌরসভার চাঁচকৈড়হাটে
মঙ্গলবার দুপুরে
অভিযান চালিয়ে
৫হাজার মিটার
নিষিদ্ধঘোষিত কারেন্টজালসহ
বিক্রেতা রবিউল
করিম(৪০)কে আটক
করেছে ভ্রাম্যমান
আদালত। উপজেলা
নির্বাহী কর্মকর্তা
মোছা. ইয়াসমিন
আক্তার ওই
অভিযান পরিচালনা
করেন।
উপজেলা প্রশাসনসুত্রে জানাগেছে,
চাঁচকৈড়হাটে উম্মুক্তভাবে এসব কারেন্টজাল বিক্রি
হচ্ছিল। পরে
ভারপ্রাপ্ত মৎস কর্মকর্তা মো. জহুরুল
হককে সাথে
নিয়ে সেখানে
অভিযান পরিচালনা
করা হয়।
আটককৃত জালগুলো
ঘটনাস্থলেই নন্দকুঁজা নদীরতীরে পুড়িয়ে ফেলা
হয়। বিক্রেতাকে
৫হাজার টাকা
জরিমানা করা
হয়। পুড়িয়ে
দেওয়া ১০০পিস
জালের দাম
প্রায় ৫০
হাজার টাকা
বলে মৎস
কর্মকর্তা জানান।

Post a Comment