সিংড়া প্রতিনিধি: তথ্য
ও যোগাযোগ
প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী
এডভোকেট জুনাইদ
আহমেদ পলক
এমপি বলেন,
আগস্ট শোকের
মাস। শোককে
শক্তিতে পরিনত
করে দেশকে
জঙ্গীমুক্ত করতে জননেত্রী শেখ হাসিনার
নেতৃত্বে দেশ
এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুকে হত্যা করে তারা দেশকে
হায়েনার হাতে
তুলে দিয়ে
কলংক লেপন
করেছিল। কিন্তু
স্বাধিনতার মহান স্থপতি জাতির জনক
বঙ্গবন্ধুর আদর্শকে তারা হত্যা করতে
পারেনি এবং
পারবেনা। বঙ্গবন্ধু
মানে বাংলাদেশ
। তিনি
বিশ্বের অবিস্বরনীয়
নেতা। তার
আদর্শ ধারন
করতে হবে
এ আদর্শই
আমাদের এবং
আগামী প্রজন্মের
প্রেরনা। প্রতিমন্ত্রী
শুক্রবার নাটোরের
সিংড়ায় বিভিন্ন
উন্নয়ন কর্মকান্ড
উদ্বোধন করেন।
এসময় তিনি
উপজেলার শতকুরি
ও নারায়নপুর
গ্রামের ১৫০টি
পরিবারের বিদ্যুতায়ন,
নাটোর-বগুড়া
সড়কে চৌগ্রাম
কবরস্থানের সংযোগ সড়কে ব্রীজ উদ্বোধন,
বৃক্ষ রোপণ
এবং কান্তনগর
গ্রামে সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের
নতুন ভবন
উদ্বোধন করেন।
এসময় উপজেলা,
ইউনিযন এবং
স্থানীয় আওয়ামীলীগ
এবং অঙ্গ
সংগঠনের নেতাকর্মী
উপস্থিত ছিলেন।

Post a Comment