প্রান্তজন রিপোর্ট: নাটোরকে
জঙ্গিবাদ ও
সন্ত্রাস মুক্ত
নগরী হিসেবে
গড়ে তুলতে
সকলকে ঐক্যবদ্ধ
হওয়ার তাগিদ
দিয়েছেন নবাগত
পুলিশ সুপার
বিপ্লব বিজয়
তালুকদার। গতকাল শুক্রবার নাটোর রানী
ভবানীর রাজবাড়ি
চত্বরের আনন্দময়ী
কালীমন্দির চত্বরে ১৫ আগষ্টের শোক
দিবস,আসন্ন
দুর্গা পুজা
ও জন্মাষ্টমী
পালন উপলক্ষে
জেলা পুজা
উদযাপন পরিষদ
আয়োজিত মতবিনিময়
সভায় বক্তৃতাদানকালে
পুলিশ সুপার
বিপ্লব বিজয়
তালুকদার এই
তাগিদ দেন। তিনি বলেন, জাতিরজনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে
৭১ এ
বাঙ্গালী জাতি
যেভাবে ঐক্যবদ্ধ
হয়ে পাকিস্তানীদের
এদেশ থেকে
তাড়িয়ে স্বাধীনতা
অর্জন করে।
আজ বঙ্গবন্ধুর
স্বপ্নের বাংলাদেশকে
সন্ত্রাস ও
জঙ্গিবাদ প্রতিরোধে
আবারও সকলকে
ঐক্যবদ্ধ হতে
হবে। বঙ্গবন্ধুর
সুযোগ্য কন্যা
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী
করে দেশ
থেকে সন্ত্রাস
ও জঙ্গিবাদ
নির্মুল করতে
আবারও সকলকে
ঐক্যবদ্ধ হতে
হবে। একই
সাথে নাটোরকে
সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তুলতে দলাদলি
ভুলে সকলকে
এক সঙ্গে
কাজ করার
আহ্বান জানান
তিনি।
জেলা পুজা উদযাপন
কমিটির সভাপতি
চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে প্রধান অতিথি
ছিলেন জেলা
প্রশাসক খলিলুর
রহমান। অন্যান্যের
মধ্যে বক্তৃতা
করেন পৌর
মেয়র উমা
চৌধুরী জলি,জেলা হিন্দু
বৌদ্ধ খ্রিষ্টান
ঐক্য পরিষদ
ও জেলা
বারের সভাপতি
সুশান্ত কুমার
ঘোষ, জেলা
বারের সাবেক
সাধারন সম্পাদক
ও পুজা
উদযাপন পরিষদের
সহ সভাপতি
প্রসাদ তালুকদার,সহ সভাপতি
শ্যাম সুন্দর
আগরওয়ালা,প্রফেসর
অলোক মৈত্র,
নির্বাহী সদস্য
খগেন্দ্র নাথ
রায়,উপদেষ্টা
খগেন্দ্র নাথ
সাহা প্রমুখ।
অনুষ্ঠানে পৌর মেয়র
উমা চৌধুরী
জলিকে ক্রেস্ট
দিয়ে সর্ম্বধনা
জানানো হয়।

Post a Comment