স্টাফ রিপোর্টার: শুক্রবার
বিকেলে নাটোরের
লালপুর উপজেলা
পরিসদ মাঠে
৪র্থ “টিপু
স্মৃতি” ফুপবল
টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা
ও পুরুস্কার
বিতরণী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে
গোপালপুর পৌরসভার
৮ নং
ওয়ার্ড কাউন্সিলর
শাহজাহান আলীর
সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি
ছিলেন লালপুর
উপজেলা আওয়ামীলীগের
অন্যতম সদস্য
ফিরোজ আল
হক ভুইয়া।
বিশেষ অতিথি
ছিলেন গোপালপুর
পৌর যুবলীগের
সভাপতি নাজমুল
হোসেন,সাধারণ
সম্পাদক মোস্তাফিজুর
রহমান মুস্তাক,
গোপালপুর আদর্শ
মহিলা ডিগ্রী
কলেজের অধ্যক্ষ
বেলাল হোসেন।
অন্যানের মধ্যে
বক্তব্য রাখেন
শিক্ষক ও
সাংবাদিক মাজহারুল
ইসলাম লিটন,উপজেলা দলিল
লেখক সদস্য
হোসেন আলী
প্রমূখ।

Post a Comment