গুরুদাসপুর প্রতিনিধি: মাদক
সেবনের দায়ে
মাকাসক্ত ছেলে
আমিনুর রহমানকে
(২৮) পুলিশে
দিলেন বাবা
ফজর আলী।
গতকাল বৃহস্পতিবার
দুপুরে উপজেলার
পাচপুরুলিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান
চালিয়ে ৫
পুরিয়া গাঁজাসহ
আমিনুরকে গ্রেফতার
করা হয়।
পরে আমিনুরকে উপজেলা
সহকারী কমিশনার
(ভূমি) মোবারক
হোসেনের ভ্রম্যমান
আদালতে মাদকদ্রব্য
আইনে ৬
মাসের বিনাশ্রম
কাড়াদন্ড দেওয়া
হয়।
মাকাসক্ত আমিনুরের বাবা
ফজর আলী
বলেন, তার
ছেলে বিভিন্ন
ধরনের নেশায়
আসক্ত থাকতো।
গাঁজা, হেরোইনসহ
বিভিন্ন ধরনের
নেশা জাতীয়
দ্রব্য সেবন
করতো। বিভিন্নভাবে
তাকে বাধা
প্রদান করা
হয়েছে। তবুও
সে নেশা
ছাড়েনি। তাই
বাধ্য হয়ে
তিনি বৃহস্পতিবার
সকালে উপজেলা
সহকারী কমিশনার
(ভূমি) কে
খবর দেন।
খবর পেয়ে
নির্বাহী ম্যাজিস্ট্রেট
তার বাড়িতে
অভিযান চালিয়ে
আমিনুরকে গাঁজাসহ
গ্রেফতার করেন।

Post a Comment