প্রান্তজন রিপোর্ট: চলতি
এইচএসসি ও
সমমানের পরীক্ষায়
নাটোর জেলার
সাত উপজেলায়
প্রায় এক
হাজার শিক্ষার্থী
জিপিএ-৫
পেয়েছে। আর
জেলায় শীর্ষস্থান
অর্জন করেছে
বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার
কলেজ। কলেজ
সুত্র জানায়,
এই কলেজ
থেকে ৫২৬
জন পরীক্ষা
দিয়ে সকলে
পাশ করেছে
এবং জিপিএ-৫ পেয়েছে
১৮৮জন। এর
মধ্যে বিজ্ঞানে
১৭১, ব্যবসায়
শিক্ষা শাখা
থেকে ১১জন
ও মানবিক
শাখায় ৬
জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া
সদরের নাটোর
নবাব সিরাজ-উদ-দৌলা
সরকারী কলেজ
থেকে জিপিএ-৫ পেয়েছে
৫৫ জন,
নাটোর রাণী
ভবাণী সরকারী
মহিলা কলেজ
থেকে ১৭জন,
নাটোর সিটি
কলেজ থেকে
তিনজন, এবং
দিঘাপতিয়া এমকে কলেজ, নাটোর মহিলা
কলেজ, দত্তপাড়া
মডেল কলেজ
ও নলডাঙ্গা
নজমুল হক
কলেজ থেকে
একজন করে
জিপিএ-৫
পেয়েছে।
লালপুরের আব্দুলপুর সরকারী
কলেজ থেকে
একজন জিপিএ-৫ পেয়েছে।
লালপুর ডিগ্রি
কলেজ থেকে
জিপিএ-৫
পেয়েছে ৬জন
। সিংড়া
সরকারী গোল-ই-আফরোজ
কলেজ থেকে
২২৮জন পরীক্ষা
দিয়ে ১১২জন
পাশ করলেও
একজনও জিপিএ-৫ পায়নি।
তবে সিংড়ার
দমদমা স্কুল
এন্ড কলেজ
থেকে ২৭জন
জিপিএ-৫
পেয়েছে। বড়াইগ্রামের
বনপাড়া ফজিলাতুন
নেছা মুজিব
মহিলা কলেজ
থেকে ১০জন,
বনপাড়া ডিগ্রি
কলেজ থেকে
৯জন, জোনাইল
ডিগ্রি কলেজ
থেকে চারজন,
বড়াইগ্রাম ডিগ্রি কলেজ থেকে দুইজন
ও বড়াইগ্রাম
মহিলা কলেজ
থেকে একজন
জিপিএ-৫
পেয়েছে।
গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা
ডিগ্রি কলেজ
থেকে জিপিএ-৫ পেয়েছে
২৫জন। কারিগরি
শাখায় লালপুরের
মঞ্জিল পুকুর
কলেজ থেকে
২০জন ও
মাজার শরীফ
মহিলা কলেজ
থেকে ১৪জন
জিপিএ-৫
পেয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের
সাধারণ শাখার
ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম ভুঁইয়া জানান,
জেলায় ৩৩টি
শিক্ষা প্রতিষ্ঠান
থেকে ১৫
হাজার ৪৭৫
জন শিক্ষার্থী
চলতি এইচএসসি
ও সমমানের
পরীক্ষায় অংশ
গ্রহন করেন।
এরমধ্যে ১৮টি
কলেজে ১০
হাজার ৩
জন, ৫টি
আলিম মাদ্রাসায়
৫৩৩ জন
ও ১০টি
ভকেশনাল কলেজ
থেকে ৫
হাজার ৩৯
জন শিক্ষার্থী
রয়েছে। তবে
তিনি জেলায়
পাশের হার
জানাতে পারেননি।

Post a Comment