Halloween Costume ideas 2015

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ জেলায় শীর্ষে: নাটোরে জেলায় জিপিএ-৫ পেয়েছে এক হাজার শিক্ষার্থী


প্রান্তজন রিপোর্ট: চলতি এইচএসসি সমমানের পরীক্ষায় নাটোর জেলার সাত উপজেলায় প্রায় এক হাজার শিক্ষার্থী জিপিএ- পেয়েছে। আর জেলায় শীর্ষস্থান অর্জন করেছে বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। কলেজ সুত্র জানায়, এই কলেজ থেকে ৫২৬ জন পরীক্ষা দিয়ে সকলে পাশ করেছে এবং জিপিএ- পেয়েছে ১৮৮জন। এর মধ্যে বিজ্ঞানে ১৭১, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১১জন মানবিক শাখায় জন জিপিএ- পেয়েছে। ছাড়া সদরের নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ থেকে জিপিএ- পেয়েছে ৫৫ জন, নাটোর রাণী ভবাণী সরকারী মহিলা কলেজ থেকে ১৭জন, নাটোর সিটি কলেজ থেকে তিনজন, এবং দিঘাপতিয়া এমকে কলেজ, নাটোর মহিলা কলেজ, দত্তপাড়া মডেল কলেজ নলডাঙ্গা নজমুল হক কলেজ থেকে একজন করে জিপিএ- পেয়েছে।
লালপুরের আব্দুলপুর সরকারী কলেজ থেকে একজন জিপিএ- পেয়েছে। লালপুর ডিগ্রি কলেজ থেকে জিপিএ- পেয়েছে ৬জন সিংড়া সরকারী গোল--আফরোজ কলেজ থেকে ২২৮জন পরীক্ষা দিয়ে ১১২জন পাশ করলেও একজনও জিপিএ- পায়নি। তবে সিংড়ার দমদমা স্কুল এন্ড কলেজ থেকে ২৭জন জিপিএ- পেয়েছে। বড়াইগ্রামের বনপাড়া ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজ থেকে ১০জন, বনপাড়া ডিগ্রি কলেজ থেকে ৯জন, জোনাইল ডিগ্রি কলেজ থেকে চারজন, বড়াইগ্রাম ডিগ্রি কলেজ থেকে দুইজন বড়াইগ্রাম মহিলা কলেজ থেকে একজন জিপিএ- পেয়েছে।
গুরুদাসপুর শহীদ শামসুজ্জোহা ডিগ্রি কলেজ থেকে জিপিএ- পেয়েছে ২৫জন। কারিগরি শাখায় লালপুরের মঞ্জিল পুকুর কলেজ থেকে ২০জন মাজার শরীফ মহিলা কলেজ থেকে ১৪জন জিপিএ- পেয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম ভুঁইয়া জানান, জেলায় ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার ৪৭৫ জন শিক্ষার্থী চলতি এইচএসসি সমমানের পরীক্ষায় অংশ গ্রহন করেন। এরমধ্যে ১৮টি কলেজে ১০ হাজার জন, ৫টি আলিম মাদ্রাসায় ৫৩৩ জন ১০টি ভকেশনাল কলেজ থেকে হাজার ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। তবে তিনি জেলায় পাশের হার জানাতে পারেননি।


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget