প্রান্তজন রিপোর্ট: নাটোর
শহরের প্রাণ
কেন্দ্রে অবস্থিত
মহারারাজা জে.এন স্কুল এন্ড
কলেজে প্রথম
এইচএসসি ব্যাচে
অভাবনীয় সাফল্য
অর্জন করেছে।
নাটোর সদরে
সংসদ সদস্য
আলহাজ্ব মোঃ
শফিকুল ইসলাম
শিমুল মহারাজা
জে. এন স্কুলকে
কলেজে রুপান্তরিত
করেছিলেন ২০১৪ইং
সালে। প্রথম
বছরে ৫১
জন ছাত্র/ছাত্রী ভর্তি
হয়েছিল। এবারে
কলেজ থেকে
২০১৬ইং সালে
এইচএসসি পরীক্ষায়
সবাই অংশ
গ্রহন করে
৪১জন সাফল্যর
সাথে কৃতকার্য
হয়ে নাটোর
সদরে দ্বিতীয়
স্থান অর্জন
করেছে। এতে
ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/
ছাত্রী ও
অভিভাবকমন্ডলী সহ সবাই আনন্দিত।

Post a Comment