স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুর উপজেলায়
এইচএসসি পরীক্ষায়
জিপিএ ৫
না পেয়ে
অভিমান করে
আফসানা ফাতেমা
উষা (১৬)
নামের এক
শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
করেছে। বৃহস্পতিবার
রাতে উপজেলার
রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সে ঐ
গ্রামের গোলাম
রব্বানীর কন্যা
ও লালপুর
বালিকা উচ্চ
বিদ্যালয় ও
কলেজের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে
জানা যায়,
এইচএসসি ফলাফলে
সন্তষ্ট না
হতে পেরে
অভিমান করে
বৃহস্পতিবার সন্ধায় নিজ ঘরে গলায়
ফাঁস দিয়ে
আত্মহত্যা করে।

Post a Comment