স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রাম মহিলা কারিগরী কলেজ এবারের
এইচএসসি পরীক্ষায়
শতভাগ পাশসহ
সর্বাধিক ১২
জন জিপিএ-৫ পেয়ে
উপজেলার শীর্ষ
শিক্ষা প্রতিষ্ঠানের
সুনাম অর্জন
করেছে। এবারের
পরীক্ষায় উপজেলার
বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান থেকে মোট ৬২ জন
শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে
আলিম পরীক্ষায়
কোন শিক্ষার্থী
জিপিএ-৫
পায়নি।
সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে
জানা যায়,
বনপাড়া শেখ
ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ থেকে
১১ জন
জিপিএ-৫
পেয়ে দ্বিতীয়
ও বনপাড়া
ডিগ্রী কলেজ
থেকে সাধারণ
শাখায় ৭
জন ও
কারিগরী শাখায়
২ জন
জিপিএ-৫
পেয়ে উপজেলার
তৃতীয় শিক্ষা
প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে। এছাড়া
মৌখাড়া ইসলামিয়া
মহিলা ডিগ্রী
কলেজের কারিগরী
শাখায় ৯
জন, আহম্মেদপুর
কলেজ-২
থেকে ৭
জন, রাজাপুর
ডিগ্রী কলেজ
ও জোনাইল
ডিগ্রী কলেজ
থেকে ৪
জন করে,
বড়াইগ্রাম ডিগ্রী কলেজ, বড়াইগ্রাম কারিগরী
এন্ড বিএম
কলেজ ও
খাকসা খোকসা
আইটি কলেজ
থেকে ২
জন করে,
বড়াইগ্রাম মহিলা কলেজ, আহম্মেদপুর কলেজ,
বনপাড়া কৃষি
ও কারিগরী
কলেজ এবং
জোনাইল মহিলা
কলেজ থেকে
একজন করে
শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এদিকে,
এবারই প্রথম
মাদরাসা শিক্ষা
বোর্ডের অধীনে
উপজেলার মাদরাসাগুলো
থেকে কোন
শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব
অর্জন করতে
পারেনি। তবে
দাসগ্রাম ফাজিল
মাদরাসা ও
মৌখাড়া আলিম
মাদরাসা থেকে
কেউ জিপিএ-৫ না পেলেও শতভাগ
শিক্ষার্থী পাশ করেছে।

Post a Comment