প্রান্তজন রিপোর্ট: ‘দ্বিধাহীন
প্রকাশের প্রত্যয়’
স্লোগানকে সামনে রেখে তৃতীয় বর্ষে
পদার্পণ শুরু
করলো নাটোর
থেকে প্রকাশিত
দৈনিক প্রান্তজন।
গতকাল সন্ধ্যায়
বাংলাদেশ মেডিকেল
এসোশিয়েশান নাটোর শাখার হলরুমে দৈনিক
প্রান্তজন এর আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠা
বার্ষিকীর উদ্যাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক প্রান্তজন এর
উপদেষ্টা সম্পাদক
কথাসাহিত্যক জাকির তালুকদার এর সভাপতিত্বে
অনুষ্ঠিত অনুষ্ঠানে
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত
ছিলেন, নাটোর
পৌরসভার মেয়র
উমা চৌধুরী
জলি। বিশেষ
অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
নাটোরের অতিরিক্ত
পুলিশ সুপার
আ ফ
ম আনোয়ার
হোসেন খান।
অনষ্ঠানে বক্তব্য প্রদান
করেন, নাটোরের
প্রবীণ সাংবাদিক
সেদরল হুদা
ডেভিড, নাটোর
বার্তার সম্পাদক
প্রফেসর একেএম
নজরুল ইসলাম,
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবিন্দ্র গবেষক এড.
খগেন্দ্রনাথ রায়, নাট্য সংগঠক এড.
সুখময় রায়
বিপ্লু, নাটোরের
সমকাল ও
একুশে টেলিভিশনের
প্রতিনিধি নবীউর রহমান পিপলু, দৈনিক
প্রান্তজন এর উপদেষ্টা সম্পাদক কবি
আশীক রহমান,
সাপ্তাহিক বারবেলা পত্রিকার সম্পাদক এড.
আলেক শেখ
প্রমুখ। অনুষ্ঠানে
বক্তারা দৈনিক
প্রান্তজনকে সাহসী ভূমিকা নিয়ে আরো
বেশি প্রান্তিক
মানুষের কাছে
পৌঁছে যেতে
উৎসাহ প্রদান
করেন।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত
অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন
নাটোর নবাব
সিরাজদৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর
আব্দুল কুদ্দুস
মৃধা, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব সাজিদ হোসেন ঝর্ণা, দিনকাল
প্রতিনিধি এস এম মনজুর-উল-হাসান, প্রথম
আলোর নাটোর
প্রতিধি এড.
মুক্তার হোসেন,
এটি এন
বাংলা ও
দৈনিক করতোয়ার
প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, দৈনিক
জনদেশের ব্যবস্থাপনা
সম্পাদক এবিএম
মোস্তাফা খোকন,
এনটিভি প্রতিনিধি
হালিম খান,
সময় টিভি’র প্রতিনিধি
ও নাটোর
ডটকম এর
সম্পাদক আল
মামুন, নয়াদিগন্ত
প্রতিনিধি শহীদুল হক সরকার, ইত্তেফাকের
নাটোর প্রতিনিধি
ফরহাদ হোসেন,
দৈনিক আজকালের
খবর প্রতিনিধি
মামুনুর রশিদ,
ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি বাপ্পী লাহিড়ী,
আমাদের অর্থনীতি
প্রতিনিধি শিরকু আমিন, বাংলাদেশ সময়
প্রতিনিধি আকলাক হোসেন লাল, দৈনিক
সংগ্রাম প্রতিনিধি
রিয়াজুল ইসলাম,
বাংলাভিশন টিভি প্রতিনিধি কামরুল ইসলাম,
মাছরাঙা টিভি
প্রতিনিধি মাহবুব হোসেন, দীপ্ত টিভি
প্রতিনিধি সাহেদুল ইসলাম রোকন, দৈনিক
নবচেতনা প্রতিনিধি
মেহেদী হাসান,
দৈনিক খোলাকাগজ
প্রতিনিধি নাইমুর রহমান, দৈনিক উত্তর
বঙ্গবার্তার ব্যবস্থাপনা সম্পাদক সানাউল্ল্যা ছানা,
ফটো সাংবাদিক
লিমন, দৈনিক
প্রান্তজন এর লালপুর প্রতিনিধি মাজহারুল
ইসলাম, বড়াইগ্রাম
প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ ।
এছাড়াও অনুষ্ঠানে কবি
কামাল খাঁ,
কবি আসাদুজ্জামান,
কবি পলাশ
সাহা, কবি
মোস্তফা মাহমুদ,
এড. হাসানুজ্জামান
বাপ্পীসহ অসংখ্য
সুধীজন, শুভানুধ্যায়ী
উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন
নাটোর থেকে
প্রকাশিত দৈনিক
উত্তর বঙ্গবার্তার
সম্পাদক, নাটোর
জেলা আওয়ামী
লীগের সাধারণ
সম্পাদক এড.
এম মালেক
শেখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে
অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করার
জন্য দৈনিক
প্রান্তজন এর সম্পাদক মো: সাজেদুর
রহমান সবার
প্রতি শুভেচ্ছা
ও কৃতজ্ঞতা
জানিয়েছেন। পরিশেষে সভাপতির বক্তব্য ও
কেক কাটার
মাধ্যমে অনুষ্ঠানটি
শেষ হয়।


Post a Comment