প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গা উপজেলার
৫ ইউনিয়নের
চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে
উপজেলা পরিষদ
হলরুমে এই
সংবর্ধণা অনুষ্ঠানের
আয়োজন করেন
উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার
শারমিন আক্তার
জাহানের সভাপতিত্বে
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান
অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা
অফিসার মগরেব
আলী, কৃষি
অফিসার আমিরুল
ইসলাম, উপজেলা
প্রকৌশলী আজমল
হক, সমাজ
সেবা কর্মকর্তা
ইদ্রিস আলী,
শিক্ষা অফিসার
পরিমুল কুমার
ঘোষ, বিদায়ী
ব্রক্ষপুর ইউপি চেয়ারম্যান সরদার আফজাল
হোসেন, বিপ্রবেলঘড়িয়া
ইউপি চেয়ারম্যান
আবিদুর রহমান
তালুকদার, মাধনগর ইউপি চেয়ারম্যান মতিউর
রহমান প্রমুখ।

Post a Comment