গুরুদাসপুর প্রতিনিধি: গুরুদাসপুর
উপজেলা ডাকাত
দলের সরদার
মোজাম্মেল হক মোজাম (৩৮) ও
তার আপন
ভাই রমিজুল
করিমকে (৪২)
গ্রেফতার করেছে
র্যাব-৫। গতকাল
মঙ্গলবার সন্ধা
৭ টার
দিকে উপজেলার
বিয়াঘাট ইউনিয়নের
হরদমা গ্রামের
বাড়ি থেকে
তাদের গ্রেফতার
করা হয়।
গ্রেফতারকৃতরা বিলহরিবাড়ী (হরদমা)
গ্রামের মৃত
কোবাদ আলীর
ছেলে। তাদের
নামে ডাকাতি,
ট্রাক-মটোরসাইকেল
ছিনতাই ও
খুনের মামলাসহ
অনন্তত ১০টি
মামলা রয়েছে।
বেশ কয়েকটি
মামলায় তার
বিরুদ্ধে আদালতের
গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।
র্যাব-৫
এর এসপি
রেজুনুর রহমান
জানান, গোপন
সংবাদের ভিত্তিতে
মঙ্গলবার বিকালে
নিজ বাড়ীতে
অভিযান চালিয়ে
ওই ডাকাতের
সরদার ও
তার ভাইকে
গ্রেফতার করা
হয়। পরে
তাদের গুরুদাসপুর
থানায় সোপর্দ
করা হয়।
গুরুদাসপুর থানার অফিসার
ইনচার্জ (ওসি)
দিলীপ কুমার
দাস বলেন,
সন্ধ্যার দিকে
র্যাব-৫ এর একটি দল
উপজেলা ডাকাত
দলের ওই
সরদার মোজামকে
সোপর্দ করে।
গ্রেফতারকৃত মোজামের বিরুদ্ধে গুরুদাসপুর থানায়
একাধিক মামলা
রয়েছে। বেশ
কয়েকটি মামলায়
আদালত তাদের
নামে গ্রেফতারী
পরোয়ানা জারি
করায় পুলিশের
পক্ষ থেকে
কয়েকদিন ধরে
গ্রেফতারের চেষ্টা চলছিল।

Post a Comment