সিংড়া প্রতিনিধি: নাটোরের
সিংড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাজাজ ডিসকভার
১২৫ সিসি
মোটর সাইকেল
খোয়া গেছে।
মঙ্গলবার বিকেলে
এ ঘটনা
ঘটে। এ
ঘটনায় কমিউনিটি
হেলথ প্রোভাইডার
সাইফুল ইসলাম
সিংড়া থানায়
একটি অভিযোগ
দায়ের করেছেন।
সাইফুল জানান, মাসিক
সভায় যোগদানের
জন্য উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক আনোয়ার
ও মিজানের
সামনে গাড়ি
রেখে স্বাস্থ্য
কমপ্লেক্সের দ্বিতীয় তলায় যাই। এর
১০ মিনিট
পর এসে
মোটর সাইকেল
আর পাওয়া
যায়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
সেবা নিতে
আসা কয়েকজন
জানান, স্বাস্থ্য
কমপ্লেক্সে কোন গ্যারেজ না থাকায়
মোটর সাইকেল
সহ বিভিন্ন
যানবাহন অনিরাপত্তায়
অগোছালো ভাবে
রাখতে হয়।
এরজন্য হাসপাতাল
কর্তৃপক্ষের অসহযোগিতা ও উদাসিনতাকেই দায়ী
করছেন তারা।

Post a Comment