প্রান্তজন রিপোর্ট: শোকাবহ
আগষ্ট মাসের
সুচনা উপলক্ষে
সোমবার নাটোরে
জেলা আওয়ামীলীগ
নানা কর্মসুচীর
আয়োজন করে।
সকালে জেলা
আওয়ামীলীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমানের প্রতিকৃতিতে
পুস্পার্ঘ নিবেদন করা হয়। এর
আগে দলীয়
কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা
উত্তোলন করা
হয়। এছাড়া
কালো পতাকা
উত্তোলন করা
সহ নেতা
কর্মীরা কালো
ব্যাজ ধারন
করেন। এসময়
স্থানীয় সংসদ
সদস্য ও
জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক
শফিকুল ইসলাম
শিমুল, জেলা
পরিষদ প্রশাসক
বর্ষিয়ান সাজেদুর
রহমান খান,
নাটোর পৌর
মেয়র উমা
চৌধুরী জলি, সৈয়দ মোর্তুজা আলী
বাবলু, চিত্তরঞ্জন
সাহা, এড.
এম মালেক
শেখ, সৈয়দ
মোস্তাক আলী
মুকুল,আলেক
শেখ,নাসিমা
বানু লেখা,
সদ্য বিএনপি
থেকে আওয়ামীলীগে
যোগদানকারী সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদুর
রহমান, আওয়ামীলীগ
নেতা দুলাল
সরকার, মাসুদুর
রহমান মাসুদ,
বিউটি পারভিন
প্রমুখ। পরে
দলীয় নেতা
কর্মীরা বঙ্গবন্ধুসহ
আওয়ামীলীগের সকল নিহত নেতা কর্মীর
আত্মার শান্তি
কামনায় এক
মিনিট নিরবতা
পালন মোনাজাত
করা হয়।

Post a Comment