প্রান্তজন রিপোর্ট: দেশব্যাপী
কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাস জঙ্গিবাদ
প্রতিরোধে নাটোরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে
মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সোমবার
সকাল সাড়ে
১০ টার
দিকে জেলার
এন. এস.
সরকারী কলেজ,
রাণী ভবানী
সরকারী কলেজ,
বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ, চন্দ্রকলাসহ
সকল শিক্ষা
প্রতিষ্ঠানের সামনে একে একে এই
কর্মসূচি পালন
করতে শুরু
করে শিক্ষক
ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী
ছাড়াও অভিভাবকবৃন্দ
অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, ইসলাম
কোন দিনও
সন্ত্রাস, জঙ্গিবাদ সমর্থন করেনি এবং
করবেও না,
বাবা-মার
সন্তানের গতিবিধির
প্রতি সজাগ
দৃষ্টি রাখার
জন্য আহ্বান
করেন। এছাড়াও
সন্ত্রাস জঙ্গিবাদ
প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার
ব্যক্ত করেন।
সিংড়া প্রতিনিধি জানান,
জঙ্গি ও
সন্ত্রাসবাদের বিরুদ্ধে নাটোরের সিংড়ায় মানব
বন্ধন কর্মসূচি
পালিত হয়েছে।
সোমবার বেলা
১১টায় উপজেলার
দমদমা পাইলট
স্কুল ও
কলেজ, পলক
টেকনিক্যাল স্কুল ও কলেজ, জামিলা
ফয়েজ পলিটেকনিক
ইন্সটিটিউট, চলনবিল মহিলা ডিগ্রি কলেজ,
টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ,দমদমা সরকারী
বালিকা উচ্চ
বিদ্যালয়, আনোয়ারা পাইলট বালিকা উচ্চ
বিদ্যালয়, কৃষি ডিপ্লোমা এন্ড পলিটেকনিক
ইন্সটিটিউট, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা,
রহমত ইকবাল
অনার্স কলেজ,
ফরিদনগর টেকনিক্যাল
এন্ড বিএম
কলেজ সহ
উপজেলার সকল
স্কুল,কলেজ,
মাদ্রাসার আয়োজনে একযোগে এই কর্মসূচি
অনুষ্ঠিত হয়।
বাগাতিপাড়া প্রতিনিধি জানান:
“দৃঢ়তায় একতায়
রুখবোই জঙ্গিবাদ”
স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায়
সন্ত্রাস ও
জঙ্গিবাদ বিরোধী
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে
উপজেলার দয়ারামপুর
থেকে তমালতলা
পর্যন্ত নাটোর
বাগাতিপাড়া সড়কে প্রায় পনের কিলোমিটার
দীর্ঘ মানবন্ধন
অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে
অংশ গ্রহন
করেন উপজেলার
বিভিন্ন্ প্রাথমিক,
মাধ্যমিক ও
উচ্চ মাধ্যমিক
শিক্ষা প্রতিষ্ঠানের
ছাত্র-ছাত্রী
শিক্ষক-কর্মচারী
বৃন্দ এবং
বিভিন্ন্ শ্রেণী
পেশার মানুষ।
উপজেলা প্রশাসনের
আয়োজনে মালঞ্চি
বাজারে সরকারী
বিভিন্ন দপ্তরের
প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক
নেতা কর্মীগণ
এই মানববন্ধনে
অংশ গ্রহন
করেন। উপজেলা
নির্বাহী অফিসার
খোন্দকার ফরহাদ
আহমদের সভাপতিত্বে
প্রধান অতিথি
হিসাবে উপস্থিত
ছিলেন, নাটোর
৫৮-১
(লালপুর-বাগাতিপাড়া)
আসনের সংসদ
সদস্য এ্যাড.
আবুল কালাম
আজদ।
সন্ত্রাস ও জঙ্গিবাদ
বিরোধী মানববন্ধনে
প্রধান অতিথি
বলেন, বাংলাদেশে
যখন সকল
ক্ষেত্রে উন্নয়নের
জোয়ার বয়ে
যাচ্ছে, ঠিক
তখনই জঙ্গিবাদের
নামে একটি
চক্র এই
উন্নয়নকে বাধা
গ্রস্ত্র করতে
মসজিদ, মন্দ্রির,
গির্জায় হামলা
করা সহ
দেশী-বিদেশী
মানুষকে হত্যা
করছে। জঙ্গিরা
এতটাই জঘিহ্ন
যে ঘৃনায়
তাদের অভিভাবকগণ
জঙ্গিদের পরিচয়কে
অস্বিকার করে
লাশ নিতে
চাচ্ছে না।
তিনি লালপুর
বাগাতিপাড়া মানুষের উদ্দেশ্যে করে বলেন,
যদি কারো
সন্তান জঙ্গিদের
সাথে সম্পৃক্ত
হয়ে থাকে
তাহলে স্বেচ্ছায়
আমাদেরকে জানান
আমরা তাদেরকে
সংশোধন হওয়ার
জন্য সকল
ধরনের সহযোগিতা
করবো। দল-মত নির্বিশেষে
উপজেলার সকল
মানুষকে একত্রিত
হয়ে সন্ত্রাস
ও জঙ্গিবাদের
বিরুদ্ধে সামাজিক
আন্দোলন গড়ে
তোলার মাধ্যমে
সন্ত্রাস ও
জঙ্গিদের প্রতিহত
করার আহবান
জানান তিনি।
গুরুদাসপুর প্রতিনিধি: সন্ত্রাস
ও জঙ্গিবাদ
নির্মূলে গুরুদাসপুরের
সকল মাধ্যমকি,
উচ্চ মাধ্যমিক
ও অনার্স
কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মানব
বন্ধন অনুষ্ঠিত
হয়েছে। মানব
বন্ধনে হাত
প্রসারিত করে
শিক্ষক-শিক্ষর্থীরা
জঙ্গিবাদের উত্থান রোধে শপথ গ্রহন
করেন।
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের
নির্দেশে গতকাল
সোমবার সকাল
দশটা থেকে
১১ টা
পর্যন্ত স্ব
স্ব শিক্ষা
প্রতিষ্ঠানে ওই মানব বন্ধন কর্ম
সূচি পালন
করা হয়।
এসময় বিলচলন শহীদ
সামসুজ্জোহা সরকারী কলেজ, রোজী মোজাম্মেল
মহিলা কলেজ,
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ,
খুবজীপুর এম
হক কলেজ,
বেগম রোকেয়া
বালিকা উচ্চ
বিদ্যালয়, গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ
গুরুদাসপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে
ওই মানব
বন্ধন কর্মসূচি
পালন ও
শপথ গ্রহন
করা হয়।
রোজী মোজাম্মেল মহিলা
কলেজের অধ্যক্ষ
মো. ইব্রাহীম
হোসেনের সভাপত্তিত্বে
মানব বন্ধন
অনুষ্ঠিত হয়।
স্ব স্ব
প্রতিষ্ঠানের মানব বন্ধনে বক্তব্য রাখেন,
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের
অধ্যক্ষ আবু
সাঈদ, সহকারী
অধ্যাপক ইকরামুল
হক, প্রভাষক
মো. মাজেম
আলী, রোকেয়া
বালিকা উচ্চ
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর
রহমান, গুরুদাসপুর
পাইলট উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমূখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য
রাখেন, এইচএসসি
প্রথম বর্ষের
ছাত্রী আরিফা
খাতুন, সোনিয়া
আফরোজ, দ্বিতীয়
বর্ষের ছাত্রী
মুক্তি খাতুন,
রিয়া আক্তা
ও রিনা
খাতুন। বক্তেব্যে
সন্ত্রাস ও
জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি
ও সতর্ক
থাকার আহবান
জানানো হয়।
এছাড়া জঙ্গীবাদের
বিরুদ্ধে সংশ্লিষ্ট
শিক্ষকদের বিশেষ ক্লাস নেওয়ার আহবান
জানান। একঘন্টার
মানব বন্ধনে
বিভিন্ন শ্রেণি
পেশার মানুষ
অংশ নেয়।
লালপুর প্রতিনিধি জানান:
সারা দেশের
ন্যায় সোমবার
নাটোরের লালপুর
উপজেলার শিক্ষা
প্রতিষ্ঠান সমুহে সন্ত্রাস ও জঙ্গীবাদ
বিরোধী মানববন্ধন
কর্মসূচী পালিত
হয়েছে।
স্থাণীয় র্সত্রে জানা
যায়, সকালে
উপজেলার আব্দুলপুর
সরকারী কলেজ,
গোপালপুর ডিগ্রী
কলেজ, গোপালপুর
আদর্শ মহিলা
ডিগ্রী কলেজ,
লালপুর ডিগ্রী
কলেজ, মঞ্জিল
পুকুর কৃষি
কারিগরি ও
বাণিজ্যিক মহাবিদ্যালয়, মাজার শরীফ বিএম
মহিলা কলেজ,
লালপুর পাইলট
বালিকা উচ্চ
বিদ্যালয় ও
কলেজ, করিমপুর
উচ্চ বিদ্যালয়,
মিলকিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়,লালপুর
শ্রী সুন্দরী
পাইলট মডেল
উচ্চ বিদ্যালয়,
কেশবপুর উচ্চ
বিদ্যালয়, চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়,গোপালপুর
উচ্চ বিদ্যালয়,
নর্থ বেঙ্গল
সুগার মিলস্
হাইস্কুল, থানা বালিকা উচ্চ বিদ্যালয়সহ
সকল
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গী
প্রতিরোধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মানববন্ধন সমুহে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সংসদ সদস্য
এ্যাডঃ আবুল
কালাম আজাদ,
উপজেলা নির্বাহী
অফিসার নজরুল
ইসলাম, ওসি
আবু ওবায়েদ
পৃথক পৃথক
মানববন্ধনে অংশগ্রহন করে। এছাড়া সংশ্লিষ্ট
বিদ্যালয় পরিচালনা
কমিটির সভাপতি
, সদস্য, শিক্ষক,
কর্মচারী ও
শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
বড়াইগ্রাম প্রতিনিধি জানান,
বড়াইগ্রাম উপজেলার ৯৫ টি স্কুল,
কলেজ, মাদরাসা
ও ৯১টি
প্রাথমিক বিদ্যালয়ে
সোমবার সকাল
১১টা থেকে
১২টা পর্যন্ত সন্ত্রাস
ও জঙ্গীবাদ
বিরোধী মানববন্ধন
অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় কালিকাপুর
সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে ইউএনও রুহুল আমিন, শিক্ষা
অফিসার সিরাজুম
মনিরা মানববন্ধনে
অংশ গ্রহণ
করেন। পরে
ইউএনও উপজেলা
সদর বনপাড়ায়
শেখ ফজিলাতুন্নেসা
মুজিব মহিলা
অর্নাস কলেজ,
বনপাড়া কলেজ,
বনপাড়া আলীম
মাদরাসা, বনপাড়া
বেগম রোকেয়া
বালিকা উচ্চ
বিদ্যালয় আয়োজিত
মানববন্ধনে অংশ গ্রহন এবং সন্ত্রাস
ও জঙ্গীবাদ
বিরোধী বক্তব্য
প্রদান করেন।
্ওই চার
প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী
পাবনা-নাটোর
মহাসড়কে মানববন্ধনে
দাড়ানোর ফলে
যান চলাচলের
সাময়িক বিঘœতা সৃষ্টি
হয়। এসময়
বিভিন্ন বাস
থেকে যাত্রীরা
বিরক্তি প্রকাশের
পরিবর্তে হাত
নেরে মানববন্ধনের
সাথে একাতœতা প্রকাশ
করতে দেখা
যায়।
এদিকে উপজেলার জোনাইল
সেন্ট লুইস
উচ্চ বিদ্যায়ল,
খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজ, বড়াইগ্রাম মহিলা
বিএম কলেজ,
বনপাড়া-কালিকাপুর
কৃষি কারিগরি
কলেজ, বনপাড়া
উচ্চ বিদ্যায়ল,
পারকোল উচ্চ
বিদ্যায়ল নিজ
নিজ এলাকায়
মানববন্ধন শেষে র্যালী নিয়ে
স্থানীয় বাজার
প্রদক্ষিণ করে।
মানববন্ধনে শেখ ফজিলাতুন্নেসা
মুজিব মহিলা
কলেজের অধ্যক্ষ
এবং বনপাড়া
কলেজের অধ্যক্ষ
(ভারপ্রাপ্ত) বারেন্দ্র নাথ মৈত্র বলেন,
জনসচেতনতা সৃষ্টির
লক্ষে আয়োজিত
মানববন্ধন জন¯্রােতে রুপ লাভ
করেছে। শতস্ফুর্ত
অংশ গ্রহনেই
প্রমান করে
সন্ত্রাস ও
জঙ্গীবাদের কোন স্থান বড়াইগ্রাম তথা
বাংলাদেশে হবে না। বিপথগামীরা ফিরে
না এলে
তাদের ঐক্যৗবদ্ধ
ভাবে ধ্বংশ
করা হবে।
ইউএনও রুহুল আমিন
বলেন, লাখো
শহীদের রক্তে
গড়া বাংলায়
জঙ্গীবাদের ঠাই নাই। প্রশাসন ও
জনগন সোচ্চার
জঙ্গীবাদ রুখবেই।
নলডাঙ্গা প্রতিনিধি জানান,
সারাদেশে ন্যায়
সন্ত্রাস-জঙ্গি
প্রতিরোধ নাটোরের
নলডাঙ্গার বাঁশভাগ দাখিল মাদ্রাসার আয়োজনে
মানববন্ধন, র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল
১১টার দিকে
মাদ্রাসা চত্তরে
ঘণ্টা ব্যাপী
এ মানববন্ধন
কর্মসূচি পালন
করা হয়।
মানববন্ধন শেষে একটি র্যালী বের
করা হয়।
এ সময়
উপস্থিত ছিলেন
বাঁশভাগ দাখিল
মাদ্রাসার সভাপতি মোঃ সাকিবুল ইসলাম
সাকিব,মাদ্রারার
অধ্যক্ষ মোঃ
খাদেমুল ইসলামসহ ম্যানেজিং
কমিটির সদস্যবৃন্দ
সহ স্থানীয়
গন্যমান্য ব্যাক্তিবর্গ। তারা মানববন্ধনে জঙ্গি
হামলায় নিহত
দেশী-বিদেশী
নাগরিকদের স্মরণ করেন এবং সব
জঙ্গি হামলার
নিন্দা ও
প্রতিবাদ জানান।
এসময় বক্তারা
জঙ্গিবাদ দমনে
সবাইকে সচেতন
হওয়ার আহ্বান
জানান।

Post a Comment