Halloween Costume ideas 2015

লালপুরে মিলজোন এলাকায় অবৈধ পাওয়ার ক্রাশারে আখ মাড়াই ও গুড় তৈরি করলেই কঠোর ব্যবস্থা


স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে  মিলজোন এলাকায় পাওয়ার ক্রাশারের মাধ্যমে অবৈধভাবে আখ মাড়াই,গুড়প্রস্তুত পরিবহন বন্ধের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালপুর উপজেলা প্রশাসন নর্থ বেঙ্গল সুগার মিলন লিঃ এর আয়োজনে (১৩ আগস্ট) শনিবার দুপুরে মিলের ট্রেনিং কমপ্লেক্সে আখ চাষি, জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুধিজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে নর্থ বেঙ্গল সুগার মিলের হিসাব বিভাগের এসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর- (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাডঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা প্রশাসক খলিলুর রহমান, বিএসএফআইসি এর পরিচালক হাবিবুর রহমান, এএসএম আবদার হোসেন, সচিব মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান, উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এমএ আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়াীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা ১৪ দলের সমন্বয়কারী এ্যাডঃ বীরেন সাহা, আখ চাষি নেতা ইব্রাহিম খলিল প্রমূখ।

বক্তারা বলেন মিলজোন এলাকায় পাওয়ার ক্রাশারের মাধ্যমে অবৈধভাবে আখ মাড়াই, গুড় প্রস্তুত পরিবহনের কারনে বার বার চিনি শিল্প মিল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আখ মাড়াই মৌসুমে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর মিলজোন এলাকায় আর অবৈধভাবে আখ মাড়াই, গুড় প্রস্তুত পরিবহন করতে দেওয়া হবে না। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নেওয়া হবে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget