প্রান্তজন রিপোর্ট: নাটোরের
৭টি উপজেলার
৯০টি শিক্ষা
প্রতিষ্ঠানে শেখ রাসেল কম্পিউটার ও
ভাষা শিক্ষা
ল্যাব উদ্বোধন
করা হয়েছে।
শনিবার সকালে
গণভবন থেকে
ভিডিও কনফারেন্সের
মাধ্যমে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা
ল্যাবগুলোর উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে নাটোর
সরকারী বালক
উচ্চ বিদ্যালয়ে
আয়োজিত মতবিনিময়
সভায় প্রধান
শিক্ষক আব্দুল
হামিদের সভাপতিত্বে
প্রধান অতিথি
হিসাবে বক্তব্য
রাখেন জেলা
আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক
শফিকুল ইসলাম
শিমুল এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা
নির্বাহী অফিসার
মোহাম্মদ নায়িরুজ্জামান,
জেলা আওয়ামী
লীগের যুগ্ন
সম্পাদক সৈয়দ
গোলাম মুর্তজা
বাবলু ও
দপ্তর সম্পাদক
দিলীপ কুমার
দাস বক্তব্য
রাখেন।

Post a Comment