প্রান্তজন রিপোর্ট: গত
১২ আগস্ট
শুক্রবার ইঙ্গিত
থিয়েটার-নাটোর
ও এর
শিশু-কিশোর
সংগঠন ভোর
হলো, নাটোর
এর আয়োজনে
মুসলিম ইনস্টিটিউটে
ইঙ্গিত থিয়েটারের
প্রয়াত সভাপতি
ও নাটোর
জেলা আওয়ামীলীগের
সাবেক সাধারণ
সম্পাদক এড.
হানিফ আলী
শেখ এর
৫ম মৃত্যুবার্ষিকী
উপলক্ষে স্মরণ
সভা ও
সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৮ টায়
অনুষ্ঠিত অনুষ্ঠানের
শুরুতেই হানিফ
আলী শেখের
পবিত্র স্মৃতির
প্রতি শ্রদ্ধা
জানিয়ে দাঁড়িয়ে
এক মিনিট
নিরবতা পালন
করা হয়।
অনুষ্ঠানে অকাল প্রয়াত নেতা হানিফ
আলী শেখ
এর বহুমুখী
কর্মময় জীবন
সম্পর্কে স্মৃতিচারণ
করে বক্তব্য
রাখেন, পৌর
মেয়র উমা
চৌধুরী জলি,
নাট্যাভিনেতা ও শিক্ষাবিদ অবঃ অধ্যাপক
সুবিধ কুমার
মৈত্র (অলক),
আইনজীবী ও
নাটোর জেলা
বারের প্রাক্তন
সভাপতি এড.
আবু আহসান
টগর, সাংস্কৃতিক
ব্যক্তিত্ব-এড. খগেন্দ্রনাথ রায়, সাহিত্য-সংস্কৃতি অনুরাগী
সাজ্জিদ হোসেন
(ঝর্ণা) এবং
প্রয়াত নেতা
হানিফ আলী
শেখ এর
সহোদর কনিষ্ঠ
ভ্রাতাদ্বয় ও সুযোগ্য রাজনৈতিক উত্তরসূরী
যথাক্রমে এড.
আলেখ শেখ
ও এড.
মালেক শেখ
প্রমুখ। অনুষ্ঠানে
বক্তাগণ হানিফ
আলী শেখের
অসাম্প্রদায়িক চেতনায় বিভিন্ন সাংস্কৃতিক-রাজনৈতিক
কর্মযজ্ঞ সম্পর্কে
গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপনসহ বিশদ আলোচনা
করেন। উক্ত
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বর্ষিয়ান
সঙ্গীতশিল্পী জীতেন্দ্র নাথ সরকার, বিষ্ণুপ্রিয়া
গোস্বামী ও
অনিরুদ্ধ নিয়োগী
(জিৎ), তবলায়
সঙ্গদ করেন
এমদাদুল হক
চৌধুরী (তপন)
ও তন্ময়
কর্মকার এবং
সুখময় বিপলু
রচিত কবিতা
আবৃত্তি করে
শোনান ইঙ্গিত
থিয়েটার-নাটোর
এর সাংগঠনিক
সম্পাদক আশীষ
নিয়োগী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
ইঙ্গিত থিয়েটার-নাটোর এর
সম্পাদক সুখময়
বিপলু।

Post a Comment