স্টাফ রিপোর্টার: নাটোরের
লালপুরের গোপালপুর
ডিগ্রি পাস
ও অনার্স
কলেজকে জাতীয়
করনের দাবীতে
বিক্ষোভ,সড়ক
অবরোধ ও
মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী সহ
এলাকাবাসী।
আজ সকালে শিক্ষক
শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজ
চত্বর থেকে
মিছিল বের
করে। তারা
গোপালপুর বাজার
ও উপজেলা
চত্বর ঘুরে
আজিমপুর রেলওয়ে
স্টেশনের সামনে
সড়ক অবরোধ
করে মানববন্ধন
ও সমাবেশ
করে। পরে
তারা উপজেলা
নির্বাহী অফিসারের
কাছে প্রধানমন্ত্রী
বরাবরে একটি
স্মারক লিপি
প্রদান করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৫ সালে
কলেজটিকে জাতীয়করনের
তালিকাভুক্ত করা হয়। কি›ন্তু
নতুন তালিকায়
নাম না
থাকায় পুনরায়
কলেজটিকে জাতীয়করনের অর্ন্তভুক্তির
দাবী জানান
তারা।

Post a Comment