প্রান্তজন রিপোর্ট: নাটোরের
গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য
ও সাবেক
প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাড়িতে
দুর্বৃত্তরা হামলা চালিয়ে সিকিউরিটি গার্ড
রবিউল ইসলাম
(২০) কে
আহত করে। সাংসদ
আব্দুল কুদ্দুস
স্ব-পরিবারে
দেশের বাহিরে
রয়েছেন। এই সুযোগে
দুর্বৃত্তরা সাংসদ কুদ্দুসের চাঁচকৈড় বাজারের
কাচারীপাড়াস্থ নিজ বাড়ীতে শনিবার রাতে
এই হামলা
চালায়। আহত
রবিউলকে গুরুদাসপুর
উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে
পুলিশের দাবী,ঘটনাটি দুর্বৃত্তের
কোন হামলার
ঘটনা ঘটেনি।
ওই বাসায়
বসবাসকারী সিকিউরিটি গার্ড ও কেয়ার
টেকারদের মধ্যেকার
অভ্যন্তরিন বিষয়।
সিকিউরিটি গার্ড
রবিউল ইসলাম
জনান, শনিবার
গভীর রাতে
তিনজন মুখোশধারী
দুর্বৃত্ত বাসার পেছন গেট দিয়ে
ঢুকে তাকে
জাপটে ধরে
এলোপাথারী মারপিট করে। ওই সময়
তার চিৎকারে
প্রতিবেশিরা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে
যায়। রবিউল
বড়াইাম উপজেলার
চান্দাই গ্রামের
আশরাফ আলীর
ছেলে। সে
প্রায় এক
মাস আগে
সিকিউরিটি গার্ড পদে সাংসদের ওই
বাসায় যোগদান
করে।
সাংসদ আব্দুল কুদ্দুসের
গাড়ী চালক
দেলোয়ার জানান,
২ জন
সিকিউরিটিসহ মোট ৪জন এমপি সাহেবের
বাসায় থাকেন। ক’দিন আগে
তাদের মধ্যে
কথা কাটা-কাটি হয়।
এনিয়ে এই
ঘটনা ঘটেছে।
সহকারী পুলিশ সুপার
শফিকুল ইসলাম
জানান, সাংসদ
আব্দুল কুদ্দুস
স্ব-পরিবারে
থাইল্যান্ড রয়েছেন। ঘটনাটি দুর্বৃত্তদের কোন
হামলা বা
চুরির ঘটনা
নয়। বাসায়
বসবাসকারীদের মধ্যেকার অভ্যন্তরিন বিষয়। শনিবার
রাতে ওই
বাসার সিকিউরিটি
গার্ড রবিউল
এবং কেয়ার
টেকার সুমন
ও মিলন
নামে তিন
জনের মধ্যে
ঝগড়া বিবাদ
হয়। এসময়
চিৎকার চেচাঁমেচির
ঘটনা ঘটলে
প্রতিবেশীরা ছুটে আসেন। সিকিউরিটি গার্ড
রবিউল বাসার
কেয়ার টেকার
মিলনের দেওয়া
দুধ কলা
খেয়ে অসুস্থ
হয়ে পড়ে
বলে সে
পুলিশকে বলেছে।
বিষয়টি খতিয়ে
দেখা হচ্ছে।

Post a Comment