Halloween Costume ideas 2015

জনগণের ঐক্য বিনষ্ট করে খালেদা জিয়া হাজার বছরের চেষ্টায়ও ক্ষমতায় আসতে পারবেন না - ফজলে হোসেন বাদশা


প্রান্তজন রিপোর্ট: ২০০১ সালে জোট সরকারের আমলে বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে এদেশে জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। তারা ক্ষমতায় আসার পর নাটোর ও রাজশাহীতে বাংলা ভাইয়ের সৃষ্টি করেছিল। বর্তমানে তারাই এদেশে জঙ্গিবাদের সৃষ্টি করে নিরীহ মানুষজনের প্রাণহানি ঘটাচ্ছে। বাংলা ভাই সৃষ্টি করে নিরীহ মানুষের ওপর নির্যাতনের বিচার মানুষ আজও পায়নি বলে মন্তব্য করেছেন ওর্য়াকাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী সদরের সাংসদ ফজলে হোসেন বাদশা ।
তিনি শনিবার দুপুরে জেলা ওয়াকার্স পাটির আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদতদাতা মার্কিন সাম্রজ্যবাদের দোসর বিএনপি-জামাতের ষড়যন্ত্র প্রতিহত ও জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে মিছিল শেষে এক সমাবেশে এমন মন্তব্য করেন।
সমাবেশে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের সেই ধারা অব্যাহত রেখেছে বিএনপি-জামায়াত জোট। দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের জন্য বিএনপি-জামায়াতেই দায়ী। তারা দেশের যুব সমাজকে ব্যবহার করে মানুষ হত্যা ও জঙ্গি হামলার প্রশিক্ষণ দিচ্ছে। তারা দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের ভাবধারা প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে।
ফজলে হোসেন বাদশা আরো বলেন, জঙ্গিবাদ দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করছে। তাই এদেশের মানুষ জঙ্গিবাদকে পছন্দ করে না বলে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের এই ঐক্য বিনষ্ট করে খালেদা জিয়া হাজার বছরের চেষ্টায়ও ক্ষমতায় আসতে পারবেন না।
নাটোর প্রেসক্লাবের সামনে জেলা ওর্য়ার্কাস পার্টির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা ওর্য়ার্কাস পার্টির সাধারন সম্পাদক অ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, ওর্য়াকাস পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা যুবমৈত্রীর সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি তিতাস প্রমুখ। এরআগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে সমাবেশ করে।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget