প্রান্তজন রিপোর্ট: নাটোরের
লালপুরে একটি
যাত্রিবাহি বাসের সুপারভাইজারকে ভুয়া র্যাব পরিচয়
দিয়ে মারপিটের
অভিযোগে রাশেদুল
ইসলাম(৩০)
নামে এক
যুবককে আটক
করেছে পুলিশ।
সোমবার বিকেল
৫টার দিকে
উপজেলার গোদরা
এলাকা থেকে
তাকে আটক
করা হয়।
আটককৃত রাশেদুল
ইসলাম নাটোর
সদর উপজেলার
বলরামপুর গ্রামের
মকলেস উদ্দিনের
ছেলে।
লালপুর থানার উপ-পরিদর্শক(এসআই)
শরিফুল ইসলাম
জানান, নাটোর
সদর উপজেলার
কাদিম সাথুরিয়া
গ্রামের আবুল
হাসেমের ছেলে
মকবুল হোসেন
ঢাকাগামী একটি
যাত্রী বাসের
সুপার ভাইজার
হিসাবে কর্মরত
আছেন। তিনি
সোমবার দুপুর
২টার দিকে
তার বাসের
ড্রাইভারকে ডাকতে লালপুর উপজেলার কদমচিলান
এলাকায় যাচ্ছিলেন।
পথে গোদরা
এলাকায় পৌছলে
রাশেদুলসহ ২/৩ জন যুবক
র্যাব
পরিচয় দিয়ে
তাকে আটক
করে মারপিট
করতে থাকে।
এসময় স্থানীয়
লোকজন ছুটে
এসে মারপিটের
কারন জানতে
চাইলে তারা
র্যাব
সদস্য বলে
পরিচয় দেয়।
এতে তাদের
আচরণ বিধি
দেখে স্থানীয়
লোকজনের সন্দেহ
হলে জিঞ্জাসাবাদে
তারা র্যাব সদস্য
নয় বলে
জানায়। এক
পর্যায়ে অপর
দুই সহযোগি
কৌশলে পালিয়ে
যায়। আর
রাশেদুলকে স্থানীয়রা ধরে পুলিশে খবর
দিলে পুলিশ
ঘটনাস্থল থেকে
তাদের আটক
করে। তিনি
জানান, এই
ঘটনায় মকবুল
বাদি হয়ে
থানায় মামলা
রুজু করেছেন।

Post a Comment