প্রান্তজন রিপোর্ট: নাটোরের
সিংড়া উপজেলায়
হনুফা খাতুন
(১৪) নামে
এক স্কুল
ছাত্রী বাল্য
বিয়ে থেকে
রক্ষা পেয়েছে।
সোমবার বিকাল
৩টার দিকে
পৌরসভার মহেশচন্দপুর
মহল¬ায়
অভিযান চালিয়ে
উপজেলা সহকারী
কমিশনার (ভুমি)
জাহিদুল ইসলাম
ওই স্কুল
ছাত্রীর বিয়ে
বন্ধ করে
দেন।
হনুফা খাতুন পৌরসভার
মহেশচন্দপুর মহল¬ার হামিদুল ইসলামের
মেয়ে এবং
কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর
ছাত্রী।
সিংড়া থানার এএসআই
আজম আলী
ঘটনার সত্যতা
নিশ্চিত করে
জানান, হনুফা
খাতুনের সাথে
প্রতিবেশী মৃত হাফিজুর রহমানের ছেলে
সবুজ হোসেনের
(২১) সাথে
আজ সোমবার
বিয়ের দিন
ধার্য্য ছিল।
মহেশচন্দপুর মহল্লায় বাল্য বিবাহ হচ্ছে
স্থানীয় লোকজনের
এমন সংবাদের
ভিত্তিতে উপজেলা
সহকারী কমিশনার
(ভুমি) জাহিদুল
ইসলামের নেতৃত্বে
একদল পুলিশ
ওই গ্রামে
হামিদুল ইসলামের
বাড়িতে যান।
সেখানে উপস্থিত
ওই ওয়ার্ডের
কাইন্সিলর আব্দুল আউয়াল রিংকুসহ স্থানীয়দের
উপস্থিতিতে বিয়ে বন্ধের নির্দেশ দিলে
তা বন্ধ
হয়ে যায়।
এসময় সহকারী
কমিশনার (ভূমি)
জাহিদুল ইসলাম
উপস্থিত বর
ও কনের
পক্ষের লোকজনকে
বাল্য বিয়ের
কুফল সর্ম্পকে
অবহিত করলে
তারা উভয়
পক্ষ আর
বাল্য বিবাহ
দিবে না
বলে অঙ্গিকার
করে মুচলেকা
দেন।

Post a Comment