স্টাফ রির্পোটার: নাটোরের
নলডাঙ্গার বাসুদেবপুর আশা ব্র্যাঞ্চের আয়োজনে
শিক্ষিকা ও
সেবিকাদের নিয়ে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ
বিষয়ক এক
কর্মশালা অনুষ্ঠিত
হয়েছে। বাসুদেবপুর
আশা ব্র্যাঞ্চের
ম্যানেজার আব্দুর রহিম এর সভাপতিত্বে
সোমবার সকাল
১০টায় আশার
হলরুমে আয়োজিত
ওই কর্মশালার
পিটিআই প্রশিক্ষক
মো. রফিকুল
ইসলাম,শিক্ষা
সুপারভাইজার কামরুজ্জামান বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন
আশা প্রাথমিক
শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষিকা ও
সেবিকাগণ উপস্থিত
ছিলেন। সভাপতির
বক্তব্যে আব্দুর
রহিম বলেন-
জনগণের মৌলিক
অধিকার মানুষের
দরজায় পৌঁছে
দেয়ার লক্ষ্যে
আশা কাজ
করে আসছে।
বর্তমানে এখানে
১৫ জন
করে শিক্ষিকা
সেবিকাদের প্রসিক্ষনের ব্যবস্থা করা হয়েছে।
শিক্ষা সুপারভাইজার
কামরুজ্জামান বলেন,ঝরে পড়া ও
পিছিয়ে পড়া
অতি দরিদ্র
ছেলে মেয়েদের
অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচী বাস্তবায়ন
করা হচ্ছে।
এজন্য এলাকার
সুধিজনদের সুপরামর্শ কামনা করেন তিনি।
শিক্ষা সেবিকাদের
মধ্যে আসিয়া
খাতুন,লাকী
আক্তার,সুমাইয়া
আফরিন বলেন,আশা থেকে
আরও সুয়োগ-সুবিধা প্রদান
করলে আমরা
মাঠ প্রযায়ে
আরও ভাল
কাজ করতে
পারবো।

Post a Comment