প্রান্তজন রিপোর্ট: নাটোরে
ট্রাকের চাপায়
আলী হোসেন
(৫০) নামে
এক নৈশ
প্রহরীর মৃত্যু
হয়েছে। শুক্রবার
ভোরে শহরের
বড়হরিশপুর বাইপাস এলাকায় একটি পেট্্রল
পাম্পের সামনে
এই দুর্ঘটনা
ঘটে। এসময়
স্থানীয়রা ট্রাক সহ চালককে আটক
করে পুলিশে
সোপর্দ করেছে।
নিহত আলী
হোসেন সদর
উপজেলার বেজপাড়া
আমহাটি গ্রামের
মোহম্মদ হোসেনের
ছেলে।
নাটোর সদর থানার
ভারপ্রাপ্ত (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল
ও স্থানীয়রা
জানান, প্রতিদিনের
মত এলাকায়
নৈশ প্রহরীর
দাায়িত্ব পালন
শেষে সকালে
স্থানীয় একটি
চায়ের স্টলে
চা পান
করেন তিনি।
পরে সেই
স্টল থেকে
বের হয়ে
সড়ক পার
হতেই রাজশাহী
থেকে বনপাড়াগামী
একটি ট্রাক
তাকে চাপা
দেয়। এসময়
স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায়
আলী হোসেনকে
উদ্ধার করে
নাটোর আধুনকি
সদর হাসপাতালে
নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত
চিকিৎসক তাকে
মৃত ঘোষনা
করেন। এদিকে
ট্রাকটি চাপা
দিয়ে পালিয়ে
যাওয়ার সময়
স্থানীয়রা ধাওয়া করে ট্রাকটিকে আটক
করে চালককে
পুলিশে সোপর্দ
করে। আটক
চালক গাজিপুরের
কলিয়াকৈড় গ্রামের
মৃত পরিমল
সরকারের ছেলে
মহিন্দ্র সরকার।

Post a Comment