প্রান্তজন রিপোর্ট: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের
সাবেক সংসদ
সদস্য, বিএনপির
কেন্দ্রিয় উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক
ক্রীড়া প্রতিমন্ত্রী
ফজলুর রহমান
পটল ইন্তেকাল
করেছেন।(ইন্নালিল্লাহে
ওয়া ইন্নাইলাহে
রাজেউন)।
মৃত্যুকালে বয়স হয়েছিল বছর।
বৃহস্পতিবার কলকাতার মুকু›ন্দপুরের রবীন্দ্রনাথ
ঠাকুর হাসপাতালে
বাংলাদেশ সময়
রাত ৯
টার সময়
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ২
মেয়ে রেখে
গেছেন।
নাটোর জেলা বিএনপির
সাধারণ সম্পাদক
আমিনুল হক
ও লালপুর
উপজেলা পরিষদ
চেয়ারম্যান বিএনপি নেতা হারুনার রশীদ
পাপ্পু মৃত্যুর
খবরটি নিশ্চিত
করেছেন। তারা
জানান, ফজলুর
রহমান পটল
দীর্ঘদিন ধরে
কিডনীর জটিল
সমস্যা জনিত
রোগে ভুগছিলেন।
দেশে ও
বিদেশে বিভিন্ন
সময় চিকিৎসা
নেওয়ার পর
সর্বশেষ কলকাতার
মুকু›ন্দপুরের
রবীন্দ্রনাথ ঠাকুর ভর্তি হন তিনি।
সেখানে বেশ
কিছুদিন ধরে
চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার
সময় তিনি
মারা যান।
তারা আরো
জানান, ফজলুর
রহমান পটল
১৯৪৯ সালে
নাটোরের লালপুর
উপজেলার গৌরিপুর
গ্রামে এক
মুসলীম পরিবারে
জন্মগ্রহণ করেন। বাবার নাম মরহুম
আরশাদ আলী
এবং মাতার
নাম মরহুম
ফজিলাতুন নেছা।
ছাত্র জীবনে
তিনি ছাত্র
রাজনীতির পরিমন্ডলে
পার করেছেন।
সর্বশেষে তিনি
জাতীয়তাবাদি দল বিএনপির রাজনীতির সাথে
সম্পৃক্ত হন।
তিনি ১৯৯১
সালের বিএনপি
সরকারের আমলে
যোগাযোগ প্রতিমন্ত্রী,
১৯৯৩ সালে
সমাজ কল্যাণ
প্রতিমন্ত্রী এবং ২০০১ সালে চার
দলীয় জোট
সরকারের সময়
যুব ও
ক্রীড়া প্রতিমন্ত্রীর
দায়িত্ব পালন
করেন। পরপর
তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে
৪ বার
সংসদ সদস্য
নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে নাটোর
জেলা বিএনপির
সভাপতি, সাবেক
উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু,
সিংড়া আসনের
সাবেক সংসদ
সদস্য প্রবীন
বিএনপি নেতা
অধ্যাপক গোলাম
মোর্শেদ, জেলা
বিএনপির সাধারণ
সম্পাদক আমিনুল
হকসহ জেলা,
উপজেলা ও
ইউনিয়ন পর্যায়ের
সকল স্তরের
নেতা কর্মীরা
শোক প্রকাশ
করেছেন।

Post a Comment