প্রান্তজন রিপোর্ট: নাটোরের
সিংড়া উপজেলায়
নাশকতা মামলায়
অভিযুক্ত শিবির
কর্মী মিজানুর
রহমার মিজান
(২০)কে
আটক করেছে
পুলিশ। বুধবার
রাতে নিজ
বাড়ি থেকে
তাকে আটক
করা হয়।
আটক মিজানুর
ররহমান সিংড়া
উপজেলার কলম
ইউনিয়নের মাদারী
গ্রামের মুসলেম
উদ্দিনের ছেলে।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই)
আবু তাহের
আটকের সত্যতা
নিশ্চিত করে জানান,
মিজানুর রহমান
রাষ্ট্রদ্রোহ ও নাশকতা মামলার অভিযুক্ত
আসামী। সে
দীর্ঘদিন ধরে
পলাতক ছিল।
গোপন সংবাদের
ভিত্তিতে বুধবার
রাতে তাকে
আটক করা
হয়েছে।

Post a Comment