স্টাফ রিপোর্টার:
নাটোরের লালপুর উপজেলায় ৪৫ তম
আন্ত স্কুল
ফুটবল প্রতিযোগিতার
উদ্বোধন করা
হয়েছে। বুধবার
সকাল পৌনে
দশটার সময়
উপজেলা পরিষদ
মাঠে এ
প্রতিযোগিতার উদ্বোধন করেন কেশবপুর উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন
ও গোপালপুর
উচ্চ বিদ্যালয়ের
সহকারী প্রধান
শিক্ষক শরিফুল
ইসলাম বাবলা।
উদ্বোধনী খেলায়
অংশ নেয়
কেশবপুর উচ্চ
বিদ্যালয় ও
গোপালপুর উচ্চ
বিদ্যালয়। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন
গোপালপুর উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল,
সহকারী শিক্ষক
নীপেন্দ্রনাথ,আজিজুল ইসলাম, ইফতেকার আহমেদ,কেশবপুর উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম
লিটন, আইয়ুব
আলী, আকরাম
আলী,হুমায়ুন
কবীর, ইনামুল
হক,নর্থ
বেঙ্গল সুগার
মিলস উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনসহ
অন্যান্য শিক্ষক
কর্মচারী ও
উভয় স্কুলের
শিক্ষার্থীরা।

Post a Comment