প্রান্তজন রিপোর্ট: নাটোরে
জঙ্গিবাদ ও
সন্ত্রাস বিরোধী
মানববন্ধন করেছে জেলা পুস্তক প্রকাশক
ও বিক্রেতা
সমিতি(বাপুস)। বুধবার
বেলা ১২
টার দিকে
নাটোর প্রেস
ক্লাবের সামনে
সংগঠনের ব্যানারে
শহরের বিভিন্ন
লাইব্রেরীর মালিক-কর্মচারীরা এই মানববন্ধন
করে। মানববন্ধন
চলাকালে বক্তব্য
রাখেন, জেলা
পুস্তক প্রকাশক
ও বিক্রেতা
সমিতির সভাপতি
আলী হোসেন,
সাধারণ সম্পাদক
মখুলছুর রহমান,
পুস্তক বিক্রেতা
মহিবুল আলম,
রেদওয়ান আহমেদ,
মোস্তাকুল রহমান রাংকু প্রমুখ।বক্তারা সন্ত্রাসের
পথ পরিহার
করে বাবা-মার কাছে
ফিরে আসার
জন্য বিপথগামীদের
আহ্বান জানান।

Post a Comment